ছবি: সংগৃহীত
ক্রিকেটে রাজনীতির প্রভাব পড়ায় এমন পরিস্থিতি তৈরি হওয়াকে অপছন্দ করেন বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স।
নিজের ইউটিউব চ্যানেল ‘দ্য ৩৬০ শো’-তে প্রকাশিত এক ভিডিওতে তিনি এ মন্তব্য করেন।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ। এ পরিস্থিতিতে বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
এবার এ প্রসঙ্গে নিজের ইউটিউব চ্যানেল ‘দ্য ৩৬০ শো’-তে প্রকাশিত এক ভিডিওতে ডি ভিলিয়ার্স জানান, বাংলাদেশের বিশ্বকাপে না খেলা ক্রিকেটের জন্য হতাশাজনক। তবে স্পষ্ট করে জানান, বাংলাদেশ কিংবা আইসিসির কারো পক্ষই নিচ্ছেন না তিনি।
এ প্রসঙ্গে ডি ভিলিয়ার্স বলেন, এটি একটি রাজনৈতিক ও ব্যক্তিগত বিষয়। যা সম্পর্কে তিনি পুরোপুরি জানেনও না। তাই তিনি কোনো চূড়ান্ত মন্তব্য করতে চান না।
আরও পড়ুন <<>> বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অনুমোদন দিল না আইসিসি
তবে তার মতে, কোনো দল টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানো দুঃখজনক এবং এর পেছনে যুক্তিসংগত কারণ থাকা উচিত।
তিনি আরও বলেন, এমন সিদ্ধান্ত ক্রিকেটের জন্য ক্ষতিকর। যারা ক্রিকেট পরিচালনা ও সিদ্ধান্ত গ্রহণের দায়িত্বে আছেন, তাদের উচিত এসব সমস্যার সমাধান করা।
তিনি বলেন, ক্রিকেটে রাজনীতির প্রভাব পড়ায় এমন পরিস্থিতি তৈরি হওয়াকে তিনি অপছন্দ করেন এবং এটিকে সত্যিই হতাশাজনক বলে মনে করেন।
প্রসঙ্গত, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় বিশ্বকাপ আয়োজনের দাবি জানালেও আইসিসি তাতে সম্মতি দেয়নি। এর ফলস্বরূপ বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































