ছবি: সংগৃহীত
অনূর্ধ্ব-২১ বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল এখন ভারতে। মুল লড়াইয়ে নামার আগে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন লাল সবুজের যুবারা। তারই অংশ হিসেবে চিলির মুখোমুখি হয়েছিলেন আইকম্যানের শিষ্যরা। দেশটিকে ৩-০ গোলে উড়িয়ে নিজেদের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ।
মঙ্গলবার (২৫ নভেম্বর) ভারতের মাদুরাইয়ে চিলিকে ৩-০ গোলে হারিয়েছে রকিবুলরা। প্রথম প্রস্তুতি ম্যাচটি চার কোয়ার্টারে হয়েছে। আমিরুল, রকিবুল ও জয়ের স্টিক থেকে এসেছে একটি করে গোল ।
আরও পড়ুন<<>>কোচ আশরাফুলকে নিয়ে মন্তব্য করতে নারাজ রাজ্জাক
বুধবার (২৬ নভেম্বর) সুইজারল্যান্ডের বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এদিকে বাংলাদেশ দলের ডাচ কোচ আইকম্যান পারিবারিক কাজ শেষে ভারতে দলের সঙ্গে যোগ দিয়েছেন।
২৮ নভেম্বর থেকে শুরু হওয়া বিশ্বকাপ হকিতে ২৪টি দেশ অংশ নিচ্ছে। বাংলাদেশ র্যাংকিংয়ে পিছিয়ে থাকায় এফ গ্রুপে চতুর্থ দল হিসেবে রয়েছে। এ গ্রুপের শীর্ষ দল গত আসরের রানার্স আপ ফ্রান্স। অন্য দুই দল অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়া।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































