Apan Desh | আপন দেশ

অবশেষে নারী বিশ্বকাপ জয় ভারতের 

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১০:৩৪, ৩ নভেম্বর ২০২৫

অবশেষে নারী বিশ্বকাপ জয় ভারতের 

ছবি: সংগৃহীত

আগেও দুইবার ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারতের মেয়েরা। ২০০৫ ও ২০১৭ সালের ফাইনালে খেলেও শিরোপা ছোঁয়া হয়নি তাদের। প্রথমবার অস্ট্রেলিয়ার কাছে ৯৮ রানে এবং দ্বিতীয়বার ইংল্যান্ডের কাছে ৯ রানে হেরে স্বপ্ন ভঙ্গ হয় ভারতের। তৃতীয়বার আর শিরোপা হাতছাড়া করেনি তারা। 

আক্ষেপ ঘুচিয়ে রোববার (০২ নভেম্বর) নিজেদের মাঠে অনুষ্ঠি নারী বিশ্বকাপের ১৩তম আসরের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে স্বাগতিক ভারত। 

মুম্বাইয়ের ড. ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে আগে ব্যাট করে ভারতীয় দল ৭ উইকেটে ২৯৮ রান সংগ্রহ করে। সে লক্ষ্য তাড়া করতে গেলে দক্ষিণ আফ্রিকাকে ৪৫.৩ ওভারে ২৪৬ রানে অলআউট করেছে স্বাগতিকরা। ৫২ রানের জয়ে নারী ওয়ানডের নতুন বিশ্ব চ্যাম্পিয়ন হলো ভারত।

ইতিহাস গড়ার অন্যতম কারিগর ছিলেন দীপ্তি শর্মা। বল হাতে ৫ উইকেট তুলে নেন তিনি। যার মধ্যে ছিল দক্ষিণ আফ্রিকার ইনিংসের নায়ক লরা উলভার্টের মূল্যবান উইকেট। যিনি ১০১ রানের লড়াইয়ে আশার সঞ্চার করছিলেন। দলের ২২০ রানে তার আউটের পরই ধসে পরে দলটির ইনিংস। ব্যাট হাতে দাপট দেখানোর পর বল হাতেও দুই উইকেট নেওয়ায় ফাইনালের সেরা খেলোয়াড় ছিলেন শেফালি। 

এর আগে বৃষ্টির কারণে দুই ঘণ্টা পর গড়ায় খেলা। ওভার যদিও কাটা যায়নি। তাতে শুরুতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান দক্ষিণ আফ্রিকা অধিনায়ক। যারা টুর্নামেন্টে প্রথমবার ফাইনাল খেলতে নামে। 

শেফালি বর্মার ৭৮ বলে ঝড়ো ৮৭ রানের ইনিংসের পর দীপ্তি শর্মা ও ঋচা ঘোষের ব্যাটিংয়ে ভর করে ভারত সংগ্রহ করে ৭ উইকেটে ২৯৮রান। দীপ্তির ৫৮ রানের ইনিংসটি ছিল ৬০ বলের। তাতে ছিল ৩ চার, ১ ছক্কা। ঋচা ২৪ বলে খেলেছেন ৩৪ রানের ইনিংস। তাতে ছিল ৩ চার, ২ ছক্কা। দীপ্তি-ঋচা ষষ্ঠ উইকেটে গড়েন ৩৫ বলে ৪৭ রানের গুরুত্বপূর্ণ জুটি। 

আরও পড়ুন<<>>নরওয়ের জিএমের সঙ্গে ড্রয়ে বিশ্বকাপ শুরু নীড়ের

শুরুতে স্মৃতি মান্ধানাকে সঙ্গে নিয়ে ওপেনিং জুটিতে ১০৪ রান যোগ করেন শেফালি। স্মৃতি ৪৫  রানে আউট হল ভাঙে শুরুর জুটি। দলের ১৬৬ রানে শেফালিকে আউট করে ভারতকে বড় ধাক্কা দেন খাকা। তাতে শতরান থেকে বঞ্চিত হন ভারতীয় ওপেনার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালের নায়ক জেমিমাহ রদ্রিগেজ এবারও লম্বা ইনিংসের পথে ছিলেন। কিন্তু অধিনায়ক লরা ভলভার্টের দুর্দান্ত ক্যাচে তার ২৪ রানের ইনিংস থামে ৩০তম ওভারে। এরপর হারমানপ্রীতের ওপর নির্ভর করছিল সব কিছু। দীপ্তির সঙ্গে ৫২ রানের জুটি গড়লেও পরে ছন্দ হারান অধিনায়ক। ৩৯তম ওভারে ননকুলুলেকো ম্লাবার বলে ২০ রানে ক্লিন বোল্ড হন তিনি।

তারপর অমানজোত কৌর (১২) ও দীপ্তির জুটি বড় কিছু করতে পারেনি। নাদিন ডি ক্লার্কের এক অসাধারণ ক্যাচে শেষ হয় অমানজোতের ইনিংস। তার পর মূলত দীপ্তি-ঋচা দক্ষিণ আফ্রিকার ওপর চড়াও হয়ে স্কোরবোর্ড সমৃদ্ধ করেছেন। দক্ষিণ আফ্রিকার হয়ে ৫৮ রানে তিনটি উইকেট নেন খাকা। 

ফাইনালে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন শেফালি ভার্মা। বিশ্বকাপের সেরা খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেছেন দিপ্তি শার্মা

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

সরকার থেকে আনুষ্ঠানিক নির্দেশনার পর গণভোট নিয়ে সিদ্ধান্ত: সিইসি আ.লীগের ৪৩ নেতাকর্মী গ্রেফতার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক সন্ধ্যায় সংসদ নির্বাচনের দিনেই গণভোট: প্রধান উপদেষ্টা জুলাই সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি শেখ হাসিনাদের বিরুদ্ধে রায় ১৭ নভেম্বর, মানবতাবিরোধী অপরাধ নতুন কুঁড়ির বিজয়ীদের হাতে পুরস্কার দিলেন প্রধান উপদেষ্টা খেলোয়াড়রা সহযোগিতা না করলে নিরপেক্ষতা হারাবে নির্বাচন কমিশন ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা পদ্মা সেতুর সামনে এক্সপ্রেসওয়ে অবরোধ করে ট্রাকে আগুন মার্কিন ইতিহাসের দীর্ঘতম সরকারি শাটডাউনের অবসান ঘটল শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিল করল ডাকসু রাজপথের আ. লীগ অধিক শক্তিশালী-জনপ্রিয়: রিচি সোলায়মান