
যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদ
হংকংয়ের বিপক্ষে অক্টোবরে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্ব সামনে রেখে প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ দল। অনুশলীলন ক্যাম্পের জন্য ২৯ জন ফুটবলারকে ডেকেছেন কোচ হাভিয়ের কাবরেরা। ডাক পাওয়াদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদ। সম্প্রতি অনূর্ধ্ব-২৩ দলের হয়ে নজর কাড়া জায়ানের সামর্থ্য পরখ করতেই তাকে ক্যাম্পে রেখেছেন বাংলাদেশের স্প্যানিশ কোচ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) প্রথমবার মাঠের অনুশীলন করছেন ডাক পাওয়া ফুটবলাররা। ২১ বছর বয়সী ডিফেন্ডার জায়ান সম্পর্কে কাবরেরা বলেছেন, জায়ানের প্রোফাইলটা (সার্মথ্য) আমরা দেখতে চাই। আমি নিজে দেখতে চাই জাতীয় দলের সঙ্গে সে কেমন করে। অনূর্ধ্ব-২৩ দলের হয়ে ভালো পারফরম্যান্স করেছে। এমন একটি পজিশনে খেলে, যেখানে আমরা বিশ্বাস করি সে বাড়তি কিছু দিতে পারবে। তাই স্কোয়াড নিয়ে আমি ইতিবাচক। হামজা ৬ অক্টোবর যোগ দেবে। সামিত ৭ তারিখে কিছুটা দেরিতে আসবে। তবে আমাদের কাছে এখনও বড় ম্যাচগুলোর প্রস্তুতির জন্য যথেষ্ট সময় আছে। সেন্টার-ব্যাক পজিশনে আমাদের কিছু সমস্যা আছে। এজন্য আমরা একজন অতিরিক্ত সেন্টার-ব্যাককে (শান্ত) ডাকতে চেয়েছি।
এদিকে আরেক প্রবাসী কিউবা মিচেল এখনও জাতীয় দলে ডাক পাননি। তবে কাবরেরা কিংসের ফুটবলারকে সময় দিচ্ছেন, কিউবার প্রতিভা ও সামর্থ্য নিয়ে আমি ইতিবাচক। তবে ওর আরও কিছুটা সময় দরকার। অনূর্ধ্ব-২৩ দলে যেমন বেশি খেলার সুযোগ পায়নি। সে এখনও মানিয়ে নেয়ার প্রক্রিয়ায় আছে। তার সঙ্গে যোগাযোগ রেখেছি। ভবিষ্যতের জন্য আমরা ওকে নিয়ে ইতিবাচক। আপাতত এটা (তার না থাকা) বড় কোনও সমস্যা নয়।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।