Apan Desh | আপন দেশ

এশিয়া কাপ জিততে ভারতের প্রয়োজন ১৪৭ রান

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২২:৩৩, ২৮ সেপ্টেম্বর ২০২৫

এশিয়া কাপ জিততে ভারতের প্রয়োজন ১৪৭ রান

ছবি: সংগৃহীত

এশিয়া কাপের ১৭তম আসরের ফাইনালে মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ভারত। ব্যাটিংয়ে নেমে ১৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৬ রান করেছে পাকিস্তান। এর ফলে শিরোপা জয়ের জন্য ভারতের প্রয়োজন ১৪৭ রান।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হয় ম্যাচটি। ফাইনালে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেছিল পাকিস্তান। একটা সময় মনে হচ্ছিল ২০০ উপর স্কোর তৈরি করতে যাচ্ছে তারা। কিন্তু ১২-১৬ ওভারে দুদান্ত কাম ব্যাক করে ভারত, ফলে ছন্দ হারায় পাক ব্যাটাররা। এতে ১৪৬ রানে অলআউট হয়েছে পাকিস্তান।

আজ টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতে দেখে শুনে খেলতে থাকেন শাহিবজাদা ফারহান ও ফখর জামান। তবে সময়ের সঙ্গে সঙ্গে নিজের রূপ পরিবর্তন করেন ফারহান। প্রতি ওভারে বাউন্ডারি মেরে রান তুলতে থাকেন তিনি।

দুই ওপেনারের দায়িত্বশীল ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে উইকেট না হারিয়ে ৪৫ রান তুলেছে পাকিস্তান। ৩৫ বলে নিজের ফিফটি তুলতে নেন ফারহান। তবে দশম ওভারের তৃতীয় বলে বরুণকে বিশাল ছক্কা মেরে পরেই বলে ক্যাচ আউট হন এই পাক ওপেনার। ৩৮ বলে ৫৭ রানের ইনিংস খেলেছেন তিনি।

আরওপড়ুন<<>>হংকংয়ের বিপক্ষে ডাক পেলেন প্রবাসী জায়ান

এরপর দলের হাল ধরেন ফখর জামান ও সাইম আইয়ুব। দুজনের ব্যাটে ভর করে ১২ ওভারেই দলীয় সেঞ্চুরি তুলে নেয় পাকিস্তান। তবে ইনিংস বড় করতে পারেননি সাইম। ১১ বলে ১৪ রান করে বুমরাহ হাতে ক্যাচ তুলে দেন এ বাঁ-হাতি ব্যাটার। দুই বল পরে মোহাম্মদ হারিস ডাক আউট হলে ছন্দ হারায় পাকিস্তান।

তবে অপরপ্রান্ত থেকে লড়াই করতে থাকেন ফখর জামান। কিন্তু ফিফটি তুলতে পারেননি তিনি। ৩৫ বলে ৪৬ রান করে বরুণকে ব্যাক টু ব্যাক বাউন্ডারি মারতে গিয়ে ক্যাচ আউট হন তিনি। এরপর ২ বলে ১ রান করে হুসাইন তালাত ও ৭ বলে ৮ রান করে সালমান আউট হলে পাকিস্তানের উপর চাপ তৈরি করে ভারত।

আর এ চাপেই পিষ্ট হয়ে সাজঘরে ফিরেছেন শাহিন শাহ আফ্রিদি (০), ফাহিম আশরাফ (০) ও ফাহিম আশরাফ। শেষ দিকে হারিস রাউফ ৬ রানে এবং মোহাম্মদ নাওয়াজ ৬ রানে আউট হলে ৫ হাতে থাকতেই অলআউট হয় পাকিস্তান।

ভারতের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন কুলদ্বীপ যাদব। এছাড়াও অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তী দুটি করে উইকেট শিকার করেন।

এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা নির্ধারণী ম্যাচে লড়ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। গ্রুপ পর্ব ও সুপার ফোরের মতো ফাইনালেও টসের পর হাত মেলালেন না দুই দলের অধিনায়ক।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়