Apan Desh | আপন দেশ

হংকংয়ের বিপক্ষে ডাক পেলেন প্রবাসী জায়ান 

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৯, ২৮ সেপ্টেম্বর ২০২৫

হংকংয়ের বিপক্ষে ডাক পেলেন প্রবাসী জায়ান 

ফাইল ছবি

এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ ক্রমেই এগিয়ে আসছে। অক্টোবরে হোম-অ্যাওয়ে ভিত্তিতে হংকংয়ের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। সে লক্ষ্য সামনে রেখে প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে। ২৮ সদস্যদের সে দলে একমাত্র নতুন মুখ যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদ। 

সদ্য সমাপ্ত এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের বাছাইয়ে ভিয়েতনামে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন জায়ান। বয়সভিত্তিকের পর এবার সিনিয়র দলেও ডাক পেয়েছেন এ ডিফেন্ডার। স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার অধীনে ২৯ সেপ্টেম্বর থেকে ঢাকায় ক্যাম্প শুরু হচ্ছে। হামজা চৌধুরী, সামিত সোম ও ফাহমিদুল ইসলাম ক্যাম্প শুরুর কয়েক দিন পর দলের সঙ্গে যোগ দেবেন। 

আরও পড়ুন<<>>আবারও বাংলাদেশের হার, শিরোপা জিতল ভারত

বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড : মিতুল মারমা,ইব্রাহীম, আল আমিন, কাজেম শাহ, মোরসালিন, সুজন হোসেন, মেহেদী হাসান, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, সুমন রেজা, জামাল ভূঁইয়া, আব্দুল্লাহ ওমর সজীব, আরমান ফয়সাল আকাশ, মেহেদী হাসান শ্রাবণ, তপু বর্মণ, সাদ উদ্দিন, তারিক কাজী, তাজ উদ্দিন, হৃদয়, সোহেল রানা, মো. সোহেল রানা, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, হামজা চৌধুরী, মিত সোম, ফাহামিদুল ইসলাম ও জায়ান আহমেদ। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়