Apan Desh | আপন দেশ

পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতায় ফেরালেন হোল্ডার

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৭:৩১, ৩ আগস্ট ২০২৫

আপডেট: ১৭:৩৩, ৩ আগস্ট ২০২৫

পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতায় ফেরালেন হোল্ডার

ছবি: সংগৃহীত

ফ্লোরিডায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে শেষ বলে চার মেরে নাটকীয় জয় ছিনিয়ে নিল ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি দেখে যেন মনে হচ্ছিল দু’দলই হারের প্রতিযোগিতায় নেমেছে! তবে শেষ পর্যন্ত শাহিন শাহ আফ্রিদির শেষ বলে চার মেরে জয় নিশ্চিত করেন জেসন হোল্ডার।

রোববার (০৩ আগস্ট) ভোরে টসে জিতে আগে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। নির্ধারতি ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১৩৩ রানের পুঁজি দাঁড় করায় তারা। ১৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা। এর ফলে তিন ম্যাচের সিরিজে ১–১ ব্যবধানে সমতা ফেরায় ক্যারিবীয়রা। সিরিজের অঘোষিত ফাইনাল সোমবার (০৪ আগস্ট) অনুষ্ঠিত হবে।

আজকের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের জয়ের নায়ক দুই অলরাউন্ডার জেসন হোল্ডার ও রোমারিও শেফার্ড। শেষ তিন ওভারে দরকার ছিল ৩৬ রান, সেখানে দুজনের ব্যাটেই এল সে রান। ১৮তম ওভারে পাকিস্তানের পেসার আফ্রিদির বলে ছক্কা হাঁকান হোল্ডার। এছাড়া একটি চার মারেন শেফার্ড। এ ওভার থেকে আসে ১২ রান। এরপর হাসান আলীর ওভারে ১৬ রান নেন ক্যারিবীয় ব্যাটাররা।

আরওপড়ুন<<>>রুদ্ধশ্বাস ফাইনালে টানা পঞ্চম শিরোপা জয় ব্রাজিলের

তখন জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল ৮ রান। ওভারের দ্বিতীয় বলেই আফ্রিদির বলে এলবির শিকার হন শেফার্ড। প্রথম পাঁচ বলে আসে মাত্র ৪ রান। কিন্তু শেষ বল করতে গিয়ে একটি ওয়াইড দিয়ে বসেন আফ্রিদি, এতে এক বলে ৩ রান দরকার ওয়েস্ট উন্ডিজের। শেষ বলে হোল্ডার ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ ও ফাইন লেগের মাঝখান দিয়ে বাউন্ডারি হাকান। টানা ছয় টি-টোয়েন্টি হারের পর অবশেষে জয়ের দেখা পেল ওয়েস্ট ইন্ডিজ।

এদিন পাকিস্তান ইনিংসও ছিল ভুলে ভরা। শেষ ৫ ওভারে কোনো বাউন্ডারি আসেনি, রান এসেছে মাত্র ২৩। পুরো ইনিংসে ব্যাট হাতে দলকে ভরসা দেন হাসান নওয়াজ (২৩ বলে ৪০) ও সালমান (৩৮)। দলের ৮ ব্যাটার ছিলেন এক অঙ্কের ঘরে।

পাকিস্তানের বোলিংয়ে স্পিনাররা দারুণ পারফর্ম করলেও জয়ের জন্য তা যথেষ্ট হয়নি। মোহাম্মদ নওয়াজ ৪ ওভারে ১৪ রানে নেন ৩ উইকেট। সুফিয়ান মুকিম, সাইম আইয়ুবও ছিলেন কার্যকর। ৬.২ ওভার থেকে ১৪.৫ ওভার পর্যন্ত একটি বাউন্ডারিও পায়নি ওয়েস্ট ইন্ডিজ। তবুও শেষটা তারা রাঙিয়েছে হোল্ডারের ব্যাটে।

হোল্ডার শুধু ব্যাট হাতেই নন, বল হাতেও ছিলেন দুর্দান্ত। ১৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা পারফরম্যান্স করেন। এদিন টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ উইকেটশিকারিও হয়েছেন তিনি (৮১ উইকেট)।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়