Apan Desh | আপন দেশ

রুদ্ধশ্বাস ফাইনালে টানা পঞ্চম শিরোপা জয় ব্রাজিলের

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১২:৪৮, ৩ আগস্ট ২০২৫

রুদ্ধশ্বাস ফাইনালে টানা পঞ্চম শিরোপা জয় ব্রাজিলের

টানা পঞ্চমবারের মতো মেয়েদের কোপা আমেরিকা জিতল ব্রাজিল

আগের চার আসরে শিরোপা উঠেছে তাদের হাতেই। এবারও তার ব্যাতিক্রম হলো না। অবিশ্বাস্য এক লড়াই হল ইকুয়েডরের কুইটো শহরের রদ্রিগো পাজ এলগাদো স্টেডিয়ামে। রুদ্ধশ্বাস ফাইনাল শেষে হাসলেন ব্রাজিলের মেয়েরা। কলম্বিয়াকে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে হারিয়ে টানা পঞ্চমবারের মতো  কোপা আমেরিকা জিতে নিল সেলেসাওরা।

৯০ মিনিট ছাড়িয়ে ১২০ মিনিট হওয়ার পর মূল ম্যাচে সমতা ছিল ৪-৪ গোলে। বদলি নেমে জোড়া গোল করে ব্রাজিলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা অবসর ভেঙে ফেরা কিংবদন্তি মার্তার। টুর্নামেন্ট সেরাও হয়েছেন তিনি। কোপা আমেরিকার ১০ আসরের মধ্যে নয়বারই চ্যাম্পিয়ন ব্রাজিলের মেয়েরা।

তাদের ৯ শিরোপার ৪টিই এসেছে কলম্বিয়াকে হারিয়ে। শেষ ৫ আসরের মধ্যে চারবার ফাইনালে উঠে প্রতিবারই ব্রাজিলের কাছে হেরেছে কলম্বিয়া!

টাইব্রেকারে ব্রাজিলের হয়ে লক্ষ্যভেদ করেন তারসিয়ানে, আমান্দা গুতিয়েরেস, মারিজা , জনসন ও লুয়ানি। ক্যাটালিনা উসমি, মার্সেলা রেস্ত্রেপো, লিন্ডা কাইসেদো, ওয়েন্দি বোনিলা—এই চার ফুটবলার লক্ষ্যভেদ করেন কলম্বিয়ার হয়ে। মার্তা টাইব্রেকারে ব্যর্থ হলেও এর মূল্য দিতে হয়নি ব্রাজিলকে।  

শনিবার (০২ আগস্ট) রাতে ইকুয়েডরের কুইটো শহরের রোদ্রিগো পাজ ডেলগাডো স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে প্রথমে গোল পায় কলম্বিয়া। ২৫ মিনিটে দলটির ফরোয়ার্ড কাইসেদো লক্ষ্যভেদ করেন। বিরতির ঠিক আগে ব্রাজিলকে সমতায় ফেরান অ্যাঞ্জেলিনা। ৬৯ মিনিটে আত্মঘাতী গোল করেন ব্রাজিলের ডিফেন্ডার তারসিয়ানে। ৮০ মিনিটে সমতা ফেরান আমান্দা। ৮৮ মিনিটে মাইরা রামিরেজের গোলে কলম্বিয়া এগিয়ে ছিল ৩-২ ব্যবধানে। তখন মনে হচ্ছিল শিরোপা জয় সময়ের ব্যাপার তাদের।

এরপরই গল্পে নতুন মোড়। ৯০ মিনিট শেষ হওয়ার পর ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে সমতা ফেরান মার্তা। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ১০৫তম মিনিটে গোল করে ব্রাজিলকে ৪-৩’এ এগিয়ে দেন মার্তা। ৮২ মিনিটে তিনি নেমেছেন জিও গার্বেলিনির পরিবর্তে।

অতিরিক্ত সময়ের শেষ ভাগে এসে চমক দেখায় কলম্বিয়া। ১১৫ মিনিটে দলটির মিডফিল্ডার লেসি সান্তোস গোল করে ম্যাচে ৪-৪ সমতা করেন। এরপর টাইব্রেকারে ব্রাজিলের বাজিমাত।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা