Apan Desh | আপন দেশ

মিয়ানমারের বিপক্ষেও সফল হতে চায় বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:০৯, ১ জুলাই ২০২৫

মিয়ানমারের বিপক্ষেও সফল হতে চায় বাংলাদেশের মেয়েরা

ছবি: সংগৃহীত

দক্ষিণ এশিয়া ছাপিয়ে এখন এশিয়ান পর্যায়ে বাংলাদেশের মেয়েদের দাপুটে শুরু। এশিয়ান কাপ বাছাইপর্বের ইতিহাসে টাইগ্রেসদের প্রথম জয়। র‌্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে ৭-০ গোলে বিধ্বস্ত করে এবারের আসরে প্রথম জয় তুলে নেয় বাংলাদেশ। এবার তাদের চ্যালেঞ্জ ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমার।

তবে সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু বলছেন, শক্তিমত্তার পার্থক্য নিয়ে চিন্তিত নন তিনি। ম্যাচ কঠিন হলেও, মেয়েরা পরিকল্পনা অনুযায়ী খেললে সফল হবে দল। স্বাগতিকদের বিপক্ষে সেরাটা দেয়ার বার্তা দিয়ে রেখেছেন ঋতুপর্ণারাও।

টানা দুইবারের সাফজয়ী এ দলটা এশিয়ান পর্যায়ে বড় স্বপ্ন নিয়ে মাঠে নামে । গ্রুপ পর্বে আরও দুটি ম্যাচ বাকি। একটি মিয়ানমারের বিপক্ষে, অপরটি তুর্কমেনিস্তানের।

বাহরাইনের বিপক্ষে বড় জয়ে ফুরফুরে মেজাজে আছে পিটার বাটলারের দল। প্রথম ম্যাচের জয়ের পরদিন অনুশীলন না করলেও, হোটেলেই রিকভারি আর সুইমিং করেন আফঈদা, ঋতুপর্ণা, তহুরারা। ঘন্টাখানেক স্ট্রেচিং করে এদিন সময় পার করেন দলের সবাই। পরের ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

আরওপড়ুন<<>>বিশ্বকাপের কোয়ার্টারে ব্রাজিলিয়ান ক্লাব

সে ম্যাচে মাঠে নামার আগে নিজেদের সেরা প্রস্তুতি নিতে চায় বাংলাদেশের মেয়েরা। কেননা, হোম ভেন্যুতে চেনা কন্ডিশন আর হোম ক্রাউডে বাড়তি সুবিধা পাবে মিয়ানমার। স্বাগতিকদের টেক্কা দিতে তাই অনুশীলন আর পরিকল্পনায় কোনো ঘাটতি রাখতে চায় না দল।

ম্যাচ নিয়ে সহকারী কোচ বলেন, ম্যাচটি খুব কঠিন হবে। মিয়ানমারের র‌্যাঙ্কিং ৫৫। তবে আমি র‌্যাঙ্কিং নিয়ে ভাবছি না। আমাদের মেয়েরা যদি ঠিকভাবে খেলতে পারে, তাহলে আমরা সফল হব।

এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে ৮-০ ব্যবধানে হারিয়েছে মিয়ানমার। স্বাগতিকদের র‌্যাঙ্কিং চিন্তার কারণ হলেও, ম্যাচ বাই ম্যাচ জয়ের লক্ষ্য দলের।

দলের মিডফিল্ডার ঋতুপর্ণা চাকমা বলেন, আমাদের প্রথম ম্যাচ শেষ এবং আমরা ভালো ফলাফল আদায় করে নিয়েছি। পরবর্তী ম্যাচের লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছি। দ্বিতীয় ম্যাচের জন্য কোচ যে দিকনির্দেশনাগুলো দেবেন, আমরা সেগুলো কাজে কাজে লাগাব এবং আমাদের সেরাটা দেয়ার চেষ্টা করব।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা