Apan Desh | আপন দেশ

বিসিবির সভা সোমবার, আলোচনায় বিপিএল

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৬, ২৯ জুন ২০২৫

বিসিবির সভা সোমবার, আলোচনায় বিপিএল

নিজের প্রথম বোর্ড সভায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসরের সময় নির্ধারণসহ বেশ কয়েকটি এজেন্ডা নিয়ে বোর্ড সভা ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি। সোমবার (৩০ জুন) বিকেল ৩টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। রোববার (২৯ জুন) বিসিবির সিনিয়র এক পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন।

বিসিবি নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর আমিনুল ইসলাম বুলবুলের এটি হতে যাচ্ছে তৃতীয় বোর্ড সভা। এর আগে দুটি বোর্ড সভা করেছেন টেস্টে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান। এবারের বোর্ড সভা থেকেও আসতে পারে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বিশেষ করে বিপিএল আয়োজনের সময় নির্ধারণ নিয়ে বিস্তারিত সিদ্ধান্ত হতে পারে এদিন। এ ছাড়া প্রতিটি বিভাগের উত্থাপিত সিদ্ধান্তও আসতে পারে। 

সম্প্রতি শ্রীলঙ্কার কাছে টেস্ট সিরিজ হারের পর অধিনায়কত্ব থেকে পদত্যাগ করেন নাজমুল হোসেন শান্ত। নতুন টেস্ট অধিনায়ক নির্বাচনের বিষয়েও এ সভায় প্রাথমিক আলোচনা হতে পারে। এইচপিসহ গেম ডেভলপমেন্ট বিভাগের অধীনে ক্রিকেটারদের ট্যুর প্রোগ্রামসহ পরবর্তী ম্যাচ আয়োজনের বিষয়েও আলোচনা করতে পারেন বিসিবি পরিচালকরা।

এর আগে বিসিবির সর্বশেষ সভা অনুযায়ী গত ২৬ জুন অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির রজতজয়ন্তী অনুষ্ঠান। যার অংশ হিসেবে প্রায় সপ্তাহখানেক সময় ধরে দেশজুড়ে সিক্স–এ–সাইড টুর্নামেন্টের পাশাপাশি পেসার ও স্পিনার হান্টের আয়োজন করে বিসিবি। এরপর ২৬ জুন মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের মিডিয়া প্লাজার সামনে ২৫ বছর পূর্ণ হওয়ার দিন ক্রিকেটারদের পুনর্মিলনী হয়েছে। যদিও সেখানে টেস্ট মর্যাদা প্রাপ্তিতে অবদান রাখা বিসিবির সাবেক দায়িত্বরতদের দাওয়াত না দেয়ার মতো সমালোচিত ঘটনা ঘটে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়