
ভুটানের বিপক্ষে গোলের উচ্ছ্বাস মুর্শেদ-আশিকুরদের। ছবি: বাফুফে
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই শিরোপা ধরে রাখার মিশনে এবারের আসরের নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশী যুবারা। আর কাঙিক্ষত এ জয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠল কোচ গোলাম রব্বানী ছোটনের দল। প্রথম ম্যাচেই মালদ্বীপের বিপক্ষে ২-২ ড্রয়ে শুরু করেছিল যুবারা।
রোববার (১১ মে) ভারতের অরুনাচলের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে শুরু হয় ভুটান বাংলাদেশ ম্যাচ। শুরু থেকেই ভুটানকে চেপে ধরে যুবারা। যার সুবাদে প্রথমার্ধেই মুর্শেদ আলি ও সুমন সরেনের গোলে জোড়া লিড নেয় বাংলাদেশী যুবারা। আর ভুটানের জালে শেষ পেরেক ঠুকে দেন নাজমুল হুদা ফয়সাল।
‘এ’ গ্রুপে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠল বাংলাদেশ। মঙ্গলবার (১৩ মে) মালদ্বীপ-ভুটান ম্যাচের ফলের ওপর গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ নির্ধারণ হবে। ম্যাচে মালদ্বীপ ৪-০ ব্যবধানে জিতলে গ্রুপ সেরা হবে। আর ভুটান জিতলে রানার্সআপ হয়ে সেমিতে উঠবে।
এদিন ভুটানের বিপক্ষে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে বাংলাদেশ। ত্রয়োদশ মিনিটে একক প্রচেষ্টার গোলে দলকে এগিয়ে নেন মুর্শেদ খান। ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে জায়গা বানিয়ে বাঁ পায়ের বাঁকানো শটে জাল খুঁজে নেন এ তরুণ ফরোয়ার্ড। ২৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ।
আরওপড়ুন<<>>সৌদি অধ্যায় সমাপ্তির পথে রোনালদোর!
এ গোলে অবশ্য কিছুটা দায় আছে ভুটানের রক্ষণের। ডান দিক থেকে মুর্শেদের ক্রস এক ডিফেন্ডারের পায়ে লেগে চলে যায় অন্য প্রান্তে সুমন সরেনের কাছে। তার শট ঝাঁপিয়েও আটকাতে পারেননি গোলকিপার। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে তেড়েফুঁড়ে আক্রমণের চেয়ে বলের নিয়ন্ত্রণে মনোযোগী ছিল বাংলাদেশ। ৭৩তম মিনিটে মুর্শেদের শট এক ডিফেন্ডারের গায়ে লেগে কর্নার হয়। কর্নার ফিস্ট করে ফেরান ভুটান গোলকিপার। একটু পর গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিনের দৃঢ়তায় ব্যবধান ধরে রাখে বাংলাদেশ। বক্সের ভেতরে ফাঁকায় থাকা টেনডিং টিসেরাংয়ের শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ফেরান তিনি।
শেষ দিকে কিছুটা গতি ফেরে বাংলাদেশের খেলায়। ৭৯তম মিনিটে সতীর্থের পাসের নাগাল অল্পের জন্য পাননি বক্সে ভালো জায়গায় থাকা নাজমুল হুদা ফয়সাল। তবে যোগ করা সময়ে সব অনিশ্চয়তার ইতি টেনে দেন ফয়সাল। ডান দিক দিয়ে আক্রমণে ওঠা মুর্শেদের ক্রস নিখুঁত ট্যাপে জালে জড়িয়ে দেন অধিনায়ক।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।