Apan Desh | আপন দেশ

‘সাকিব ভাই দলে না থাকা স্বস্তির’

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০১, ২১ জানুয়ারি ২০২৪

‘সাকিব ভাই দলে না থাকা স্বস্তির’

ফাইল ছবি

চলমান বিপিএলের প্রথম ম্যাচে হার দিয়ে আসর শুরু করেছে সিলেট স্ট্রাইকার্স। দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে মাশরাফীর দল। চোখের চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়ায় এই ম্যাচে খেলবেন না রংপুরের সাকিব আল হাসান। যেটা কিছু হলেও স্বস্তি দিবে সিলেটকে। জাকির হাসানও একই মন্তব্য করেছেন।

রোববার (২১ জানুয়ারি) অনুশীলন শেষে গণমাধ্যমে কথা বলেন সিলেটের এই বাঁহাতি ব্যাটার। একাদশে সাকিবের না থাকা নিয়ে প্রশ্নের জবাবে জাকির বলেন, সাকিব ভাই যেকোনো দলের জন্য বড় ক্রিকেটার। ফলে সাকিব ভাই দলে না থাকাটা আমাদের জন্য স্বস্তির খবর।

আরও পড়ুন>> গুচ্ছের ভর্তি পরীক্ষা শুরু ৮ মার্চ

গত আসরে দুর্দান্ত পারফর্ম করে নির্বাচকদের নজরে এসেছিলেন জাকির। তবে প্রাথমিক দলে জায়গা পেলেও মূল স্কোয়াডে জায়গা হয়নি তার। এবার যদি এমন হয় খারাপ লাগবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেখেন; আমার কাজ পারফর্ম করা। সিলেক্ট করা না করা নির্বাচকদের ব্যাপার। তবে এটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই।

অন্যদিকে সিলেটকে নেতৃত্ব দিচ্ছেন মাশরাফী বিন মোর্ত্তজা। প্রথম ম্যাচে মাত্র দুই ওভার বল করে এক উইকেট পেলেও দলকে জেতাতে পারেননি তিনি। অধিনায়কের পারফরম্যান্স নিয়ে জাকির বলেন, মাশরাফী ভাইয়ের পারফরম্যান্সের থেকে বড় হলো সে আমাদের দলে থাকা। তার উপস্থিতি দলের জন্য অনেক বড় কিছু।

আগামী মঙ্গলবার (২৩ জানুয়ারি) মিরপুরে দুপুর দেড়টায় রংপুরের বিপক্ষে মাঠে নামবে সিলেট। নিজেদের প্রথম ম্যাচে দুই দলই হেরেছে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়