Apan Desh | আপন দেশ

ইহুদিবিরোধী পোস্ট সরানোর সিদ্ধান্ত মেটার

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৭:৪২, ১০ জুলাই ২০২৪

আপডেট: ১৭:৪৩, ১০ জুলাই ২০২৪

ইহুদিবিরোধী পোস্ট সরানোর সিদ্ধান্ত মেটার

ছবি: সংগৃহীত

জায়নিস্টরা পৃথিবী নিয়ন্ত্রণ করছে বা তারা মিডিয়া চালাচ্ছে- এ সম্পর্কিত পোস্ট সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রাম। মেটার নীতিতে নতুন এ বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১০ জুলাই) মেটা জানিয়েছে, যেসব পোস্টের মাধ্যমে ইহুদিদের জায়নিস্ট বলে আখ্যা দেয়া হবে ও তাদের ক্ষতির চেষ্টা করা হবে সেগুলো সরিয়ে দেয়া হবে। খবর এএফপি’র।

এক ব্লগ পোস্টে মেটা জানিয়েছে, জায়নিস্টদের অমানবিক বলে আখ্যা দেয়া, তাদের ক্ষতির আহ্বান অথবা তাদের অস্তিত্বের অস্বীকারমূলক পোস্ট সরিয়ে দেয়া হবে।

ঘৃণা ছড়ানোর ক্ষেত্রে মেটার যে নীতি রয়েছে তার অংশ হিসেবেই এ পদক্ষেপ নেয়া হয়েছে।

মূলত জায়নিস্টদের আক্রমণ করা হয় এমন পোস্ট সরিয়ে নেবে মেটা। অ্যান্টিসিমিটিক বক্তব্য যেমন তারা পৃথিবী বা মিডিয়া নিয়ন্ত্রণ করছে।

চলতি মাসের শুরুর ‍দিকে মেটা তার ঘৃণা ছড়ানোর নীতির ক্ষেত্রে আরও পরিবর্তন আনার ঘোষণা দেন। আরবি শব্দ শহীদকেও এর অন্তর্ভুক্ত নিয়ে আলোচনা হয়।

আপন দেশ/এইউ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়