Apan Desh | আপন দেশ

মোবাইল ফোনের সব গুজব উড়িয়ে দিল বিটিআরসি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:০২, ১৩ জানুয়ারি ২০২৬

মোবাইল ফোনের সব গুজব উড়িয়ে দিল বিটিআরসি

ফাইল ছবি

মোবাইল ফোনের ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেমের সার্ভার ও ব্যবহৃত আইপি নিয়ে যে অপপ্রচার চলছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিটিআরসি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধ হ্যান্ডসেট আমদানি ও চুরি রোধ, অপরাধ দমন এবং সরকারের রাজস্ব সুরক্ষার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্তটি ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। 

বিটিআরসি বলেছে, এনইআইআর সিস্টেমের সব ডাটা দেশের ভেতরে একটি নিরাপদ স্থানে সংরক্ষিত রয়েছে। গ্রাহকের তথ্য সুরক্ষায় বিটিআরসির নিজস্ব হার্ডওয়্যার ব্যবহার করা হচ্ছে। সরকারের ডাটা প্রোটেকশন আইনেরও সব বিধি মানা হচ্ছে বলে জানানো হয়। 

আরও পড়ুন<<>>‘ডট বিডি’ ডোমেইন নিয়ে বড় সুখবর দিল বিটিসিএল

এ ছাড়া সিস্টেমে ব্যবহৃত আইপি ঠিকানাগুলো এপিএনআইসি থেকে বাংলাদেশের একটি প্রতিষ্ঠানের নামে বরাদ্দকৃত। ফলে দেশের বাইরে ডাটা বা ট্রাফিক যাওয়ার কোনো সুযোগ নেই। এনইআইআর–সংক্রান্ত সব রিকোয়েস্টও বাংলাদেশের অভ্যন্তরেই প্রক্রিয়াকরণ হচ্ছে।

আইপি রুট বিশ্লেষণের মাধ্যমে সিস্টেমটির দেশীয় অবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানায় বিটিআরসি। এ বিষয়ে গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ার আহবান জানিয়েছে সংস্থাটি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়