ছবি: আপন দেশ
হোয়াটসঅ্যাপ নিয়মিত নতুন ফিচার এনে ব্যবহারকারীদের চমকে দেয়। এবার সে ধারাবাহিকতায় একটি ফিচার আসছে। শিশুদের অনলাইন নিরাপত্তা জোরদার করতে চালু হচ্ছে ফিচারটি।
এ ফিচার পরীক্ষামূলকভাবে চালুর প্রস্তুতি নিচ্ছে জনপ্রিয় মেসেজিং অ্যাপটি। মূল লক্ষ্য—যেসব শিশু অনলাইনে সন্দেহজনক ব্যক্তি বা স্ক্যামারদের ঝুঁকিতে পড়ে, তাদের সুরক্ষা নিশ্চিত করা। একই সঙ্গে অভিভাবকদের হাতে সন্তানের হোয়াটসঅ্যাপ ব্যবহারের ওপর আরও কার্যকর নজরদারির সুযোগ দিতে চায় প্রতিষ্ঠানটি।
সংবাদমাধ্যমের তথ্য বলছে, ফিচারটি এখনো আপডাট পর্যায়ে রয়েছে। হোয়াটসঅ্যাপ বিষয়ক তথ্য প্রকাশে পরিচিত টিপস্টার ওয়েবিটাইনফো জানিয়েছে, প্রাথমিকভাবে ধাপে ধাপে এটি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হতে পারে।
সামাজিক মাধ্যমে শিশুদের কার্যকলাপ নজরে রাখা অনেক অভিভাবকের জন্যই কঠিন হয়ে পড়ে। সে বাস্তবতা মাথায় রেখেই এ নতুন পেরেন্টাল কন্ট্রোল ফিচার আনার উদ্যোগ নেয়া হয়েছে।
নতুন আপডেটটি মূলত ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য হবে। এখানে অভিভাবক বা মূল অ্যাকাউন্টধারী একটি সেকেন্ডারি অ্যাকাউন্টের মাধ্যমে সন্তানের হোয়াটসঅ্যাপ পর্যবেক্ষণ করতে পারবেন।
টিপস্টারের শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, কোন কোন কার্যকলাপ মনিটর করা যাবে এবং অভিভাবকদের হাতে কী ধরনের নিয়ন্ত্রণ থাকবে—তা স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।
আরও পড়ুন <<>>> কাজের আগ্রহ হারায় কেন, গবেষণা কি বলছে
এ ফিচার থাকলেও অভিভাবকেরা সরাসরি সন্তানের চ্যাটের লেখা পড়তে পারবেন না। বরং তারা দেখতে পারবেন অ্যাকাউন্টের সামগ্রিক কার্যকলাপ। কাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে এবং কী ধরনের প্রাইভেসি সেটিংস ব্যবহার করা হচ্ছে। প্রয়োজনে সে সেটিংস পরিবর্তনের সুযোগও থাকবে। যাতে অচেনা লিঙ্কে ক্লিক করা বা অপরিচিত কারও সঙ্গে যোগাযোগের ঝুঁকি কমানো যায়।
শিশুদের সুরক্ষা বাড়াতে আরও কিছু কড়াকড়ি ব্যবস্থাও যুক্ত করা হচ্ছে। উদাহরণ হিসেবে বলা যায়, শুধু কন্ট্যাক্ট লিস্টে সংরক্ষিত ব্যক্তিরাই মেসেজ বা কল করতে পারবেন। এ ছাড়া শিশুরাও কেবল তাদের সঙ্গেই যোগাযোগ করতে পারবে।
একই সঙ্গে সন্তানের প্রোফাইল ছবি, লাস্ট সিন এবং ‘অ্যাবাউট’ তথ্য কারা দেখতে পারবে—সেটিও অভিভাবকেরা নিয়ন্ত্রণ করতে পারবেন।
বর্তমানে হোয়াটসঅ্যাপের এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবস্থার কারণে চ্যাটের কনটেন্ট হোয়াটসঅ্যাপ নিজেও পড়তে পারে না। নতুন পেরেন্টাল কন্ট্রোল ফিচারেও এ গোপনীয়তা নীতি অপরিবর্তিত থাকবে।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এতে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা বজায় রেখেই শিশুদের ডিজিটাল নিরাপত্তা আরও এক ধাপ এগিয়ে নেয়া সম্ভব হবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































