ফাইল ছবি
স্বল্প দৈর্ঘ্যের ভিডিও ও লাইভ স্ট্রিমিংয়ের জন্য বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। তরুণদের পাশাপাশি প্রাপ্তবয়স্কদের মাঝেও এর ব্যবহার ব্যাপক। তবে শিশুদের অনলাইন নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় এবার নতুন পদক্ষেপের ঘোষণা দিয়েছে প্ল্যাটফর্মটি।
শিশু ব্যবহারকারীদের নিয়ন্ত্রণে ইউরোপে বয়স শনাক্তকরণ বা এজ-ডিটেকশন ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে টিকটক। এ উদ্যোগের মূল লক্ষ্য হলো ১৩ বছরের কম বয়সী শিশুদের প্ল্যাটফর্মে প্রবেশ ঠেকানো। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ম্যাশেবলের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ব্যবস্থায় টিকটক ব্যবহারকারীর প্রোফাইল তথ্য, আপলোড করা ভিডিও এবং অনলাইন আচরণ বিশ্লেষণ করে বয়স নির্ধারণের চেষ্টা করবে। কোনো অ্যাকাউন্ট ১৩ বছরের কম বয়সীর হতে পারে বলে সন্দেহ হলে সেটি সঙ্গে সঙ্গে বন্ধ করা হবে না। বরং বিষয়টি মানব মডারেটরদের মাধ্যমে যাচাই করা হবে।
টিকটকের বিদ্যমান নীতিমালায় স্পষ্টভাবে বলা আছে, অ্যাকাউন্ট খুলতে হলে ব্যবহারকারীর বয়স অন্তত ১৩ বছর হতে হবে।
কোম্পানিটি জানিয়েছে, গত এক বছর ধরে যুক্তরাজ্যে পরীক্ষামূলকভাবে এ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। সে অভিজ্ঞতার ভিত্তিতে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পুরো ইউরোপে এটি চালু করার প্রস্তুতি নেয়া হচ্ছে।
ইউরোপীয় ইউনিয়নের কঠোর ডিজিটাল নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখেই এ প্রযুক্তি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে টিকটক।
শিশুদের অনলাইন সুরক্ষা নিয়ে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর ওপর নিয়ন্ত্রণ জোরদার হচ্ছে। সম্প্রতি অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
আরও পড়ুন <<>> সন্তানের হোয়াটসঅ্যাপ নিয়ন্ত্রণ করবেন বাবা-মা
একই ধরনের পদক্ষেপ হিসেবে ইউরোপীয় পার্লামেন্টও ১৫ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সীমিত করার বিষয়টি বিবেচনা করছে।
তবে বয়স যাচাই প্রযুক্তি বাস্তবায়নে নানা চ্যালেঞ্জও রয়েছে। এর আগে গেমিং প্ল্যাটফর্ম রবলক্সে বয়স যাচাই পদ্ধতি সহজেই ফাঁকি দেয়ার অভিযোগ উঠেছিল। সেখানে ব্যবহারকারীরা অ্যানিমেটেড ছবি বা ভুয়া কৌশল ব্যবহার করে সিস্টেমকে বিভ্রান্ত করতে পারছে বলে জানা গেছে।
বিশেষজ্ঞদের মতে, টিকটকের নতুন এজ-ডিটেকশন ব্যবস্থাতেও ভুল শনাক্তকরণের ঝুঁকি থেকে যাচ্ছে। এতে ১৩ বছরের বেশি বয়সী ব্যবহারকারীরাও ভুলবশত শিশু হিসেবে চিহ্নিত হতে পারেন। নতুন ব্যবস্থা চালুর পর এর কার্যকারিতা, নির্ভুলতা এবং ব্যবহারকারীদের প্রতিক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে বলে ধারণা করা হচ্ছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































