Apan Desh | আপন দেশ

এআই ওভারভিউ বন্ধ হলো যে কারণে

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৩:০৫, ১৩ জানুয়ারি ২০২৬

এআই ওভারভিউ বন্ধ হলো যে কারণে

ছবি : সংগৃহীত

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সার্চ ফিচার ‘এআই ওভারভিউ’ আবার বিতর্কে। চিকিৎসা–সংক্রান্ত ভুল ও বিভ্রান্তিকর তথ্য দেয়ার অভিযোগ উঠেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের অনুসন্ধানে বিষয়টি সামনে আসে। তারা জানায়, কিছু স্বাস্থ্য–সংক্রান্ত প্রশ্নে গুগলের এআই ভুল তথ্য দিচ্ছিল।

যেমন, লিভার রক্ত পরীক্ষার স্বাভাবিক মাত্রা জানতে চাইলে এআই ওভারভিউ নির্দিষ্ট কিছু সংখ্যা দেখাচ্ছিল। কিন্তু সেখানে বয়স, লিঙ্গ বা জাতিগত পার্থক্য বিবেচনা করা হয়নি। এতে অনেকেই ভুলভাবে নিজেকে সুস্থ মনে করতে পারেন।

আরেকটি উদাহরণ আরও ভয়াবহ। অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্ত রোগীর খাদ্যাভ্যাস নিয়ে প্রশ্ন করলে এআই ওভারভিউ বলে, উচ্চ চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলতে। কিন্তু চিকিৎসকদের মতে, এ রোগে উচ্চ চর্বিযুক্ত খাবারই প্রয়োজনীয়। ভুল খাদ্য পরামর্শ জীবননাশের ঝুঁকি তৈরি করতে পারে।

নারীদের ক্যানসার–সংক্রান্ত কিছু প্রশ্নেও এআই গুরুত্বপূর্ণ উপসর্গকে অবহেলা করার মতো তথ্য দিয়েছে। এ প্রতিবেদন প্রকাশের পর গুগল কিছু চিকিৎসা–সংক্রান্ত সার্চ থেকে এআই ওভারভিউ সরিয়ে নেয়। 

শুরুর দিকে ভিন্নভাবে লেখা একই প্রশ্নে এআই সারাংশ দেখা যাচ্ছিল। তবে কয়েক ঘণ্টার মধ্যেই সেগুলোও বন্ধ করে দেয় গুগল।

গুগল এ বিষয়ে সরাসরি মন্তব্য করেনি। তবে তাদের এক মুখপাত্র বলেছেন—তথ্যগুলো পুরোপুরি ভুল ছিল না। সেগুলো বিশ্বাসযোগ্য ওয়েবসাইট থেকেই নেয়া।

তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা একমত নন। তাদের মতে, চিকিৎসা ক্ষেত্রে সামান্য ভুলও মারাত্মক হতে পারে।

আরও পড়ুন : তরুণদের উদ্যোক্তা হওয়া জরুরি: প্রধান উপদেষ্টা

ব্রিটিশ লিভার ট্রাস্ট বলছে, এআই ওভারভিউ বন্ধ করা ভালো সিদ্ধান্ত। তবে এতে মূল সমস্যা শেষ হয়নি। কারণ মানুষ এখন গুগল সার্চের ওপর ভর করে চিকিৎসা সিদ্ধান্ত নিচ্ছে। আর ভুল তথ্য মানেই জনস্বাস্থ্যের বড় ঝুঁকি।

বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্য খাতে এআই ব্যবহারে কঠোর নিয়ন্ত্রণ দরকার এবং সর্বোচ্চ নির্ভুলতা নিশ্চিত করা জরুরি। কারণ মানুষের জীবন এখানে সরাসরি জড়িত।

আপন দেশ/এসএস/এনএম
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়