ছবি: সংগৃহীত
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে যুক্ত হয়েছে একগুচ্ছ নতুন ফিচার। এসব ফিচার ব্যবহারকারীর দৈনন্দিন জীবনকে আরও নিরাপদ, স্মার্ট ও সংযুক্ত করতে সহায়তা করবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর এ আপডেটগুলো মেসেজিং, লোকেশন শেয়ারিং, গেমিং এবং অনলাইন কেনাকাটাকে আরও সহজ করেছে।
নতুন আপডেটে চারটি গুরুত্বপূর্ণ ফিচার যুক্ত করা হয়েছে।
প্রথমত, গুগল মেসেজেসে চালু হয়েছে এআই-ভিত্তিক স্ক্যাম শনাক্তকরণ ব্যবস্থা। এ ফিচার সন্দেহজনক মেসেজ আগেই চিহ্নিত করে ব্যবহারকারীকে সতর্ক করবে। চাইলে এক ক্লিকেই সে মেসেজ ব্লক বা রিপোর্ট করা যাবে। পুরো প্রক্রিয়াটি ডিভাইসের মধ্যেই সম্পন্ন হওয়ায় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে।
দ্বিতীয়ত, ফাইন্ড মাই ডিভাইস অ্যাপে যুক্ত হয়েছে লাইভ লোকেশন শেয়ারিং সুবিধা। এর মাধ্যমে বন্ধু বা পরিবারের সদস্যদের সঙ্গে তাৎক্ষণিক অবস্থান শেয়ার করা যাবে। কেউ নিরাপদে গন্তব্যে পৌঁছেছে কি না, তা জানতেও এটি কার্যকর। ব্যবহারকারী ঠিক করতে পারবেন কার সঙ্গে এবং কত সময়ের জন্য লোকেশন শেয়ার করবেন। প্রয়োজনে রিমাইন্ডারও পাওয়া যাবে।
আরও পড়ুন <<>> কিশোরদের জন্য এআই চরিত্র বন্ধ করছে মেটা
তৃতীয়ত, অ্যান্ড্রয়েড অটোতে যুক্ত হয়েছে নতুন গেমিং সুবিধা। গাড়ি পার্ক করা অবস্থায় গাড়ির স্ক্রিনে জনপ্রিয় গেম খেলা যাবে। এতে অপেক্ষার সময় আরও উপভোগ্য হয়ে উঠবে।
চতুর্থত, ক্রোম ব্রাউজারে যুক্ত হয়েছে স্মার্ট শপিং ইনসাইট ফিচার। এতে পণ্যের আগের দামের ইতিহাস দেখা যাবে। দাম কমলে নোটিফিকেশন পাওয়া যাবে। পাশাপাশি বিভিন্ন ওয়েবসাইটের দাম তুলনা করাও সহজ হবে। ‘প্রাইস ইজ লো’ নোটিফিকেশন ব্যবহারকারীকে সঠিক সময়ে সাশ্রয়ী কেনাকাটায় সহায়তা করবে।
সব মিলিয়ে, অ্যান্ড্রয়েডের এ নতুন আপডেট শুধু প্রযুক্তিগত উন্নয়ন নয়। এটি ব্যবহারকারীর দৈনন্দিন জীবনকে আরও নিরাপদ, সুবিধাজনক ও সংযুক্ত করার লক্ষ্যেই তৈরি করা হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































