Apan Desh | আপন দেশ

‘ডট বিডি’ ডোমেইন নিয়ে বড় সুখবর দিল বিটিসিএল

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:১৮, ১২ জানুয়ারি ২০২৬

‘ডট বিডি’ ডোমেইন নিয়ে বড় সুখবর দিল বিটিসিএল

ছবি : আপন দেশ

দেশে ডোমেইন ব্যবহারে উৎসাহ দিতে ডট বিডি (.bd) ডোমেইন সেবার জনপ্রিয় ক্যাটাগরিতে মূল্যছাড় ঘোষণা করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। এ ছাড়ের আওতায় বহুল ব্যবহৃত দুটি ডোমেইন ক্যাটাগরির রেজিস্ট্রেশন ও রিনিউয়াল ফি কমানো হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ডট বিডি থার্ড লেভেল ডোমেইন (যেমন- এবিসি ডটকম ডট বিডি) এবং ডট বিডি সেকেন্ড লেভেল ডোমেইন (যেমন- এবিসি ডট বিডি)-এই দুটি বহুল ব্যবহৃত ক্যাটাগরির রেজিস্ট্রেশন ও রিনিউয়াল ফি কমানো হয়েছে। এসব ক্যাটাগরিতে ৩৬ শতাংশ মূল্যছাড় দেয়া হয়েছে।

হালনাগাদ মূল্যহার অনুযায়ী, ডট বিডি থার্ড লেভেল ডোমেইন (২ অক্ষরের বেশি) রেজিস্ট্রেশন ফি ১ হাজার ১০০ টাকা থেকে কমিয়ে ৭০০ টাকা এবং রিনিউয়াল ফি ১ হাজার ৬০০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, ডট বিডি সেকেন্ড লেভেল ডোমেইন (২ অক্ষরের বেশি) রেজিস্ট্রেশন ফি ২ হাজার টাকা থেকে কমিয়ে ১ হাজার ২৮০ টাকা এবং রিনিউয়াল ফি ২ হাজার ৫০০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৬০০ টাকা করা হয়েছে।

বিটিসিএল জানায়, ডট বিডি ডোমেইন ডট কমের তুলনায় সহজলভ্য এবং বাংলাদেশভিত্তিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য অধিক বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করে। এ ছাড়া সরকারি ও স্বনামধন্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটি বেশি গ্রহণযোগ্য, স্থানীয় বাজারে পেশাদার ইমেজ গড়ে তোলে এবং দেশীয় সার্চ রেজাল্টে ভালো র‌্যাঙ্কিংয়ের সম্ভাবনা তৈরি করে।

ডোমেইন সেবার ক্ষেত্রে নির্ধারিত হারে ভ্যাট প্রযোজ্য হবে। একই সঙ্গে বিটিআরসির নির্দেশনা অনুযায়ী নিয়মাবলি অনুসরণ করতে হবে এবং বিটিসিএল কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত ট্যারিফ-সংক্রান্ত সিদ্ধান্ত কার্যকর থাকবে।

আরও পড়ুন : চুয়াডাঙ্গায় টানা ২ সপ্তাহ ধরে শৈত্যপ্রবাহ, বিপর্যস্ত জনজীবন

বিটিসিএল আরও জানায়, এই মূল্যছাড় সীমিত সময়ের জন্য প্রযোজ্য। এ উদ্যোগের ফলে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে ডট বিডি ডোমেইন ব্যবহারের পরিধি আরও বাড়বে এবং দেশের ডিজিটাল ইকোসিস্টেম আরও শক্তিশালী হবে-।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়