ছবি: আপন দেশ
নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগে সবার আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শোকজ করা উচিত ছিল বলে দাবি করেছে এনসিপি।
সোমবার (১৯ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ব্রিফিংয়ে এসব বিষয় জানিয়েছেন।
দলটি দাবি করেছে, তাদের দুই নেতাকে দেয়া শোকজ দ্রুত তুলে নিতে হবে। পাশাপাশি তারা নির্বাচন কমিশনের কাছে জাতির সামনে ব্যাখ্যা দিতে হবে।
এ বিষয়ে এনসিপির আহবায়ক নাহিদ ইসলামও সমালোচনা করেছেন। তিনি নির্বাচন কমিশন ও সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
নাহিদ ইসলাম বলেন, তারেক রহমান যখন দেশে এসেছেন, তখন সারা ঢাকা শহর পোস্টারে ভরে গেছে। গুলশান এলাকা তার নির্বাচনি পোস্টারে ভরে গিয়েছিল।
অথচ আমাদের গণভোট প্রচারে ছবি ব্যবহার করায় আমাদের শোকজ দেয়া হয়েছে।
রোববার রিটার্নিং কর্মকর্তা এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসীরুউদ্দীন পাটওয়ারীকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শাতে নোটিস দেন।
আরও পড়ুন <<>> নির্বাচন কমিশন বিএনপির চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে: এনসিপি
গণভোটে ‘হ্যাঁ’ প্রচারে অংশ নেয়ায় তাদের শোকজ করা হয়। সোমবার দুপুরে তারা নোটিসের জবাব দিয়েছেন।
বৈঠকে এনসিপি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে এসব বিষয় তুলে ধরেছে। পরে বাংলা মোটরের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তারা।
দলের আহবায়ক নাহিদের নেতৃত্বে বৈঠকে অংশ নেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সেক্রেটারি মনিরা শারমিন এবং আইনি সহায়তা বিষয়ক উপকমিটির প্রধান জহিরুল ইসলাম মূসা।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































