ছবি: আপন দেশ
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং এর আশপাশের ঘোষিত নীরব এলাকায় হর্ন বাজালেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমকে ডিএমপি এ নির্দেশনা জানিয়েছে।
ডিএমপি জানায়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে বিমানবন্দর এলাকা এবং এর উত্তর ও দক্ষিণে ১.৫ কিলোমিটার পর্যন্ত এলাকা (উত্তরা স্কলাস্টিকা স্কুল থেকে হোটেল ‘লা মেরিডিয়ান’ পর্যন্ত) নীরব এলাকা হিসেবে ঘোষণা করেছে।
এ ছাড়া গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকাও নিষেধাজ্ঞার আওতায় আছে।
সড়ক পরিবহন আইন-২০১৮ এবং ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০২৫’ অনুযায়ী নীরব এলাকায় হর্ন বাজানো দণ্ডনীয় অপরাধ। এ অপরাধে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা অথবা ৩ মাসের কারাদণ্ড (অথবা উভয় দণ্ড) হতে পারে।
আরও পড়ুন <<>> গণভোটে ‘হ্যাঁ’ সিল দেয়ার বার্তা প্রধান উপদেষ্টার
নতুন বিধিমালার প্রণয়ন হওয়ায় পুলিশ শব্দদূষণকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে জরিমানা আরোপের ক্ষমতা পাবে।
ডিএমপি বার্তায় উল্লেখ করেছে, ঘোষিত নীরব এলাকায় শান্ত পরিবেশ বজায় রাখতে ট্রাফিক বিভাগ নিয়মিত তদারকি করবে। কেউ যদি আইন লঙ্ঘন করে হর্ন বাজায়, তার বিরুদ্ধে কোনও শিথিলতা দেখানো হবে না।
শহরের প্রাণকেন্দ্রে শব্দদূষণ কমানো, জনস্বাস্থ্য রক্ষা এবং পরিবেশ সুরক্ষায় ডিএমপির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































