ছবি: আপন দেশ
নির্বাচন কমিশন বিএনপির চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
নাহিদ ইসলাম বলেন, কমিশন ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের বিষয়ে একপাক্ষিকভাবে আচরণ করছে। বিএনপির চাপে পড়ে নির্বাচন কমিশন আইনের সঠিক অবস্থান থেকে সরে এসেছে।
তিনি আরও বলেন, কমিশন সংস্কারের বিরোধিতা করছে। বিএনপির প্রভাবেই ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দেয়া হচ্ছে। গণভোটের বিরুদ্ধেও ইসি পক্ষপাতদুষ্ট অবস্থান নিয়েছে।
তিনি সতর্ক করেন, ইসি নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হলে প্রয়োজনে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। তবে মুখোমুখি সংঘাতের কোনো ইচ্ছা নেই।
তিনি প্রশ্ন তোলেন, ‘নির্বাচন কমিশন যদি জনগণের আস্থা অর্জন করতে না পারে, তাহলে কীভাবে সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করা সম্ভব?’
আরও পড়ুন <<>> ‘বেহুলার বাসরঘর’-এর মতো তারেক রহমানের নিরাপত্তা চান রিজভী
তিনি বলেন, যদি ইসি মনে করে দেশে একক দল শাসন করছে, তাহলে তারা ভুল ভাবছে। যদি কমিশন পক্ষপাতি আচরণ অব্যাহত রাখে, তারা বাধ্য হয়ে মাঠে নামবে। সুষ্ঠু নির্বাচন না হলে দায় কমিশনের ওপরও পড়বে।
নাহিদ ইসলাম আরও বলেন, সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিদের পক্ষে রায় দেয়া হয়েছে। বিএনপি ও ছাত্রদল ইসির সামনে চাপ তৈরি করে এ রায় করিয়েছে।
তিনি স্পষ্ট করেন, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিক, এটা আমরা চাই না। এজন্য তারা আদালতের দ্বারস্থ হবেন।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের প্রসঙ্গও উল্লেখ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশে তার আসার সময় ঢাকা শহরজুড়ে তার ছবি ও পোস্টার ছিল, তৎকালীন সময়ে কোনো পদক্ষেপ নেয়া হয়নি। খালেদা জিয়ার শোকসভার নামে বিভিন্ন প্রচারণাও চলছে।
তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, মিডিয়া নিয়ন্ত্রণ এবং স্বাধীন প্রতিষ্ঠান ইসির ওপর প্রভাব বিস্তার করা কি তারেক রহমানের পরিকল্পনার অংশ?
বৈঠকে এনসিপি প্রতিনিধি দলে ছিলেন দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ আরও দুই সদস্য। এর আগে বিকেল ৫টার দিকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































