Apan Desh | আপন দেশ

রাফসানের দ্বিতীয় বিয়ের পর যা বললেন সাবেক স্ত্রী এশা

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৮, ১৬ জানুয়ারি ২০২৬

রাফসানের দ্বিতীয় বিয়ের পর যা বললেন সাবেক স্ত্রী এশা

ছবি : আপন দেশ

দীর্ঘদিনের প্রেমিকা কণ্ঠশিল্পী জেফারকে বিয়ে করেছেন উপস্থাপক রাফসান সাবাব। বুধবার (১৪ জানুয়ারি) বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। এদিকে সাবেক স্বামীর বিয়ের ২ দিন পর নীরবতা ভেঙেছেন রাফসানের প্রথম স্ত্রী চিকিৎসক সানিয়া এশা।

শুক্রবার (১৬ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন।

এশা লিখেছেন, ‘বাংলাদেশের প্রতিটি মানুষই জানে বর্তমানে কী ঘটছে এবং সত্যটা কী। এ বিষয়ে আমার আর বেশি কিছু বলার প্রয়োজন মনে করি না। জীবনের এই পর্যায়ে এসে আমি আর কারও ব্যক্তিগত জীবন নিয়ে ভাবতে বা তাতে জড়াতে চাই না। আমি নিজে একটা অত্যন্ত কঠিন সময়ের মধ্য দিয়ে গেছি। অনেক কিছু সহ্য করেছি, গভীর মানসিক আঘাত পেরিয়ে এসেছি এবং সেই অবস্থান থেকে উঠে এসে নিজের জন্য কিছু অর্জন করতে অক্লান্ত পরিশ্রম করেছি।’

তিনি লিখেছেন, ‘এই পুরো যাত্রাপথে কাছের মানুষদের পাশাপাশি অনেক অচেনা মানুষের কাছ থেকেও যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তা আমাকে গভীরভাবে আপ্লুত করেছে। কাছের হোক বা দূরের— প্রতিটি শুভকামনা ও উৎসাহের জন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকব।’

তিনি আরও লিখেছেন, ‘এই মুহূর্তে আমার সম্পূর্ণ মনোযোগ আমার জীবন ও আমার ক্যারিয়ারকে ঘিরে। আমি নিজের জন্য এমন কিছু গড়ে তুলতে চাই—যা কঠিন সময়ে আমাকে ছেড়ে যাবে না, কিংবা কোনো বিপর্যয়ে আমাকে অসহায় করে তুলবে না। আমি আর আমার অতীত পরিচয় বহন করতে চাই না, কিংবা আগে যাকে চিনতাম তার সঙ্গে নিজের নাম জড়িয়ে প্রশ্নের মুখে পড়তে চাই না। আমি চাই আমার পরিচয় হোক শুধু একটাই— ডা. এশা। একটি নাম, একটি পরিচয়— যার পাশে আমি গর্বের সঙ্গে দাঁড়াতে পারি।’

আরও পড়ুন : পূজা চেরির গায়ে হলুদের ভিডিও ফাঁস

এর আগে ৩ বছর সংসার করার পর ২০২৩ সালের শেষ দিকে সানিয়া এশার সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন রাফসান সাবাব। ২০২০ সালের অক্টোবরে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।

আপন দেশ/এনএম 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়