Apan Desh | আপন দেশ

স্লোগান দেয়ায় বক্তব্য অসমাপ্ত রেখে অনুষ্ঠান ত্যাগ করলেন উপদেষ্টা

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৩, ১৯ জানুয়ারি ২০২৬

স্লোগান দেয়ায় বক্তব্য অসমাপ্ত রেখে অনুষ্ঠান ত্যাগ করলেন উপদেষ্টা

ছবি: আপন দেশ

গণভোট ২০২৬ ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের আস্থা বৃদ্ধি,শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিতকরণ এবং গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা হাদী হত্যার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এতে সভাস্থলে উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি বেগতিক দেখে প্রধান অতিথি ড. আসিফ নজরুল ইসলাম অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। আয়োজকরা জানান,গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

আরও পড়ুন<<>>ভোলার সার্বিক উন্নয়নে আমি প্রতিশ্রুতিবদ্ধ: আন্দালিব রহমান পার্থ

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা, পুলিশ সুপার মো. জসীম উদ্দিনসহ বিভিন্ন সরকারি দফতরের প্রতিনিধিগণ,রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ এবং সাধারণ ভোটার ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

হ্যাঁ ভোট দেয়ার আহবান প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা জনকল্যাণমূলক কাজে মনোযোগ বিএনপির: তারেক রহমান তারেক রহমানের সঙ্গে নতুন মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাচনী নিরাপত্তায় মাঠে থাকবে ডগ স্কোয়াড-ড্রোন মশিউর রহমান রাঙ্গার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ ইসি এখন পর্যন্ত যোগ্যতার সঙ্গেই দায়িত্ব পালন করছে: মির্জা ফখরুল আলিফ হত্যা মামলায় চিন্ময়সহ সব আসামির বিচার শুরুর আদেশ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ আইসিসিকে ফের চিঠি দিচ্ছে বিসিবি বিতর্কিত ফাইনালে মরক্কোর স্বপ্ন ভাঙল সেনেগাল ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ৫ হাজার উচ্চগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত ২১ জন নিহত