Apan Desh | আপন দেশ

বিমানবন্দর-গুলশান-বনানীতে হর্ন বাজালেই ব্যবস্থা: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:৫০, ১৯ জানুয়ারি ২০২৬

বিমানবন্দর-গুলশান-বনানীতে হর্ন বাজালেই ব্যবস্থা: ডিএমপি

ফাইল ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং এর আশপাশের নীরব এলাকায় হর্ন বাজালে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এছাড়া গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকাও এ নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বার্তায় ডিএমপির পক্ষ থেকে এ নির্দেশনা দেয়া হয়। 

ডিএমপি জানিয়েছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা এবং এর উত্তর-দক্ষিণে দেড় কিলোমিটার (উত্তরা স্কলাস্টিকা স্কুল থেকে হোটেল ‘লা মেরিডিয়ান’পর্যন্ত) এলাকাকে গত সেপ্টেম্বর ২০২৫ থেকে ‘নীরব এলাকা’ ঘোষণা করা হয়েছে। 

আরও পড়ুন<<>>আয়নাঘরে দিন গুনতাম খাবার দেখে: হুম্মাম

সড়ক পরিবহন আইন-২০১৮ এবং নবঘোষিত ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০২৫’ অনুযায়ী, নীরব এলাকায় হর্ন বাজানো একটি দণ্ডনীয় অপরাধ।  এ অপরাধে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা অথবা ৩ মাসের কারাদণ্ড (অথবা উভয় দণ্ড) হতে পারে। 

নতুন বিধিমালা অনুযায়ী, শব্দদূষণকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে জরিমানা আরোপের ক্ষমতা পুলিশকে প্রদান করা হয়েছে। 

ডিএমপির বার্তায় স্পষ্ট করা হয়েছে, ঘোষিত নীরব এলাকাগুলোতে শান্ত পরিবেশ বজায় রাখতে ট্রাফিক বিভাগ নিয়মিত তদারকি করবে। কেউ আইন লঙ্ঘন করে হর্ন বাজালে তার বিরুদ্ধে কোনও শিথিলতা প্রদর্শন করা হবে না।

শহরের প্রাণকেন্দ্রে শব্দদূষণ কমিয়ে জনস্বাস্থ্য রক্ষা এবং পরিবেশ সুরক্ষায় ডিএমপির এ অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

হ্যাঁ ভোট দেয়ার আহবান প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা জনকল্যাণমূলক কাজে মনোযোগ বিএনপির: তারেক রহমান তারেক রহমানের সঙ্গে নতুন মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাচনী নিরাপত্তায় মাঠে থাকবে ডগ স্কোয়াড-ড্রোন মশিউর রহমান রাঙ্গার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ ইসি এখন পর্যন্ত যোগ্যতার সঙ্গেই দায়িত্ব পালন করছে: মির্জা ফখরুল আলিফ হত্যা মামলায় চিন্ময়সহ সব আসামির বিচার শুরুর আদেশ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ আইসিসিকে ফের চিঠি দিচ্ছে বিসিবি বিতর্কিত ফাইনালে মরক্কোর স্বপ্ন ভাঙল সেনেগাল ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ৫ হাজার উচ্চগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত ২১ জন নিহত