যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল
ভারতের মাটিতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার মতো পরিবেশ নেই। এ কথা বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, ভেন্যু পরিবর্তনের বিষয়ে বাংলাদেশ নতি স্বীকার করবে না।
সোমবার (১২ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ভারতের সঙ্গে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। এ কারণে নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। সে শঙ্কায় বাংলাদেশ ক্রিকেট দলকে ভারতে পাঠাতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বিষয়ে বিসিবি আইসিসিকে দুই দফা চিঠি দিয়েছে। চিঠিতে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুন<<>>‘ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে আমরা অনড়’
চিঠির জবাব পাওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কি না, সেটিও তখন ঠিক হবে।
এদিকে গণমাধ্যমে নতুন খবর এসেছে। বলা হচ্ছে, ম্যাচগুলো কলকাতা ও মুম্বাই থেকে সরানো হতে পারে। তবে শ্রীলঙ্কায় নেয়ার সম্ভাবনা কম। বিকল্প হিসেবে চেন্নাই ও তিরুবনন্তপুরমে আয়োজনের কথা ভাবা হচ্ছে।
এ সম্ভাবনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন ড. আসিফ নজরুল। তিনি বলেন, আইসিসির সিকিউরিটি টিম চিঠিতে তিনটি শর্তের কথা বলেছে। সেগুলো পূরণ না হলে ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে।
তিনি আরও বলেন, এ কথাই প্রমাণ করে সেখানে খেলার পরিবেশ নেই। সেখানে বাংলাদেশবিদ্বেষী পরিস্থিতি বিরাজ করছে।
ক্রীড়া উপদেষ্টা বলেন, আইসিসি বৈশ্বিক সংস্থা হলে শ্রীলঙ্কায় খেলার সুযোগ দিতে হবে। অন্য কোনো ভেন্যু বাংলাদেশ মেনে নেবে না।
আগামী ৭ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে। আসর বসবে ভারত ও শ্রীলঙ্কায়। বর্তমান সূচি অনুযায়ী, বাংলাদেশ তিনটি ম্যাচ খেলবে কলকাতায়।
৭ ফেব্রুয়ারি ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচ। ৯ ফেব্রুয়ারি একই মাঠে ইতালির বিপক্ষে খেলা। ১৪ ফেব্রুয়ারি সেখানেই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ। ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































