Apan Desh | আপন দেশ

‘ইসি এখন পর্যন্ত যোগ্যতার সঙ্গেই দায়িত্ব পালন করছে’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১২:৫১, ১৯ জানুয়ারি ২০২৬

‘ইসি এখন পর্যন্ত যোগ্যতার সঙ্গেই দায়িত্ব পালন করছে’

ছবি : আপন দেশ

নির্বাচন কমিশনের (ইসি) এখন পর্যন্ত যোগ্যতার সঙ্গেই তাদের দায়িত্ব পালন করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১৯ জানুয়ারি) সকালে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে, তারা মোটামুটিভাবে যোগ্যতার সঙ্গেই কাজ করছে। আমাদের পক্ষ থেকে নির্বাচন প্রক্রিয়া নিয়ে কিছু সুনির্দিষ্ট সমস্যার কথা জানানো হয়েছিল, যেগুলোর সমাধান গতকাল রোববার সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন<<>>জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

বিএনপি মহাসচিব বলেন, ‌বাংলাদেশের রাজনীতিতে জিয়াউর রহমানের নাম সবসময় স্মরণ করতে হয়। তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সংবাদপত্র, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন এবং অর্থনীতিতে তলাবিহীন ঝুড়ি অভিহিত হওয়া দেশকে একটি সমৃদ্ধির অর্থনীতিতে পরিণত করেছিলেন। এ জন্য আমরা তাকে প্রতি বছর স্মরণ করি এবং তার দেখানো পথে সামনের দিকে এগিয়ে যাই।

ছাত্র জনতার অভ্যুত্থানের বিষয়ে তিনি বলেন, ছাত্রজনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে নির্বাচনের ঘোষণা এসেছে এবং ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে। এখন আবার নতুন করে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির বাংলাদেশকে গড়ে তোলার জন্য, নতুন করে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার জন্য আমরা এখানে শপথ নিয়েছি। এর মাধ্যমে বিএনপি জিয়াউর রহমানের আদর্শ বাংলাদেশে বাস্তবায়ন করবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়