ছবি: আপন দেশ
সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে র্যাবের এক কর্মকর্তা নিহত হয়েছেন।
সোমবার (১৯ জানুয়ারি) চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত র্যাব কর্মকর্তার নাম মো. তওহীদ। তিনি ডিএডি পদমর্যাদার র্যাব কর্মকর্তা এবং পতেঙ্গা ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।
আরও পড়ুন <<>> বক্তব্য দেয়ার সময় জেলা জামায়াত আমীরের মৃত্যু
সূত্র জানায়, সোমবার বিকেলে চট্টগ্রাম র্যাবের পতেঙ্গা ব্যাটালিয়নের একটি দল জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানে যায়। অভিযানের সময় দুর্বৃত্তরা র্যাব সদস্যদের ওপর হামলা চালায়।
হামলার এক পর্যায়ে এক সদস্য গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































