Apan Desh | আপন দেশ

উচ্চগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত ২১ জন নিহত

আন্তজাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০৮:৪৫, ১৯ জানুয়ারি ২০২৬

আপডেট: ০৮:৫০, ১৯ জানুয়ারি ২০২৬

উচ্চগতির  দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত ২১ জন নিহত

ছবি: সংগৃহীত

দক্ষিণ স্পেনে  উচ্চগতির দুটি ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এ দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় ৩০ জনের বেশি মানুষ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে।

সোমবার (১৯ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। মালাগা থেকে দেশটির রাজধানী মাদ্রিদের দিকে যাচ্ছিল একটি ট্রেন। সন্ধ্যা পৌনে সাতটার দিকে যাত্রা শুরুর ১০ মিনিটের মাথায় দক্ষিণাঞ্চলীয় শহর আদামুজের কাছাকাছি লাইনচ্যুত হয় সেটি। পাশের একটি ট্র্যাকে গিয়ে পড়ে কয়েকটি বগি।

এসময় সে বিচ্যুত বগিগুলোকে ধাক্কা দেয় বিপরীত দিক থেকে আসা আরেকটি দ্রুতগতির ট্রেন। লাইনচ্যুত হয় দ্বিতীয় ট্রেনটিও। দুমড়ে মুচড়ে যায় সেটিরও অনেক বগি। উল্টেও যায় কয়েকটি। হতাহতদের উদ্ধারে কাজ করছে জরুরি বিভাগ।

আরও পড়ুন<<>>আল-কায়েদার নেতাকে হত্যা করল যুক্তরাষ্ট্র

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানতেজ এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, দেশ এক গভীর বেদনার রাত অতিক্রম করবে।

দেশটির পরিবহনমন্ত্রী ওসকার পুয়েন্তে বলেছেন, অন্তত ৩০ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। দুর্ঘটনার কারণকে তিনি ‘অত্যন্ত অদ্ভুত’ হিসেবে অভিহিত করেছেন। তবে ভয়াবহ এ দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি।

আদামুজ শহরের মেয়র রাফায়েল মোরেনো এ দুর্ঘটনাকে ‘দুস্বপ্ন’ হিসেবে অভিহিত করেছেন। দুর্ঘটনার পরপরই সেখানে দ্রুত ছুটে যান তিনি।

উল্লেখ্য, প্রথম ট্রেনে ৩০০ এবং পরেরটিতে ২০০-এর মতো যাত্রী ছিল। দুর্ঘটনার পর মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যে রেল চলাচল বন্ধ হয়ে যায়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়