Apan Desh | আপন দেশ

বিপিএল বয়কট করে সংবাদ সম্মেলনে ক্রিকেটাররা

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৫০, ১৫ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৫:২৪, ১৫ জানুয়ারি ২০২৬

বিপিএল বয়কট করে সংবাদ সম্মেলনে ক্রিকেটাররা

ছবি : আপন দেশ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে বিপিএলের খেলা বর্জন করেছেন খেলোয়াড়রা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর দুইটায় বিপিএলের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের। কিন্তু দুই দলের ক্রিকেটাররা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে যায়নি। 

তারা রাজধানীর বনানীতে অবস্থিত শেরাটন হোটেলে জড়ো সংবাদ সম্মেলনে হাজির হয়েছেন। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এ সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। দুপুর আড়াইটার দিকে সংবাদ সম্মেলন শুরু হয়েছে। এ সময় কোয়াব সভাপতি মোহাম্মদ মিথুনকে শুরুতে কথা বলতে দেখা গেছে। পরে নুরুল হাসান সোহানও কথা বলেন।

এদিকে ক্রিকেটারদের দেয়া আলটিমেটামের পরও বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর পরিচালক পদ থেকে পদত্যাগ করেননি এম নাজমুল ইসলাম। তার পদত্যাগের দাবিতে ক্রিকেটাররা অনড় অবস্থান নিয়েছেন।

এমতাবস্থায় বৃহস্পতিবার দুপুরে ক্রিকেটারদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিসিবি শোকজ করেছে নাজমুল ইসলামকে। এতেও কাজ হয়নি। বিসিবির কয়েকজন পরিচালক যোগাযোগ করলেও এখনো মন গলেনি ক্রিকেটারদের। বোর্ডের পক্ষ থেকে নাজমুলকে অর্থ বিভাগের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার প্রস্তাব দেয়া হলেও ক্রিকেটাররা সেটা গ্রহণ করেননি।

আরও পড়ুন<<>>নাজমুলকে শোকজ বিসিবির, দাবিতে অনড় খেলোয়াড়রা

সম্প্রতি তামিম ইকবালকে ঘিরে করা একটি মন্তব্যে তীব্র সমালোচনার মুখে পড়েন নাজমুল ইসলাম। এরপর ক্রিকেটারদের বেতন ও ক্ষতিপূরণ সংক্রান্ত মন্তব্য নতুন করে বিতর্ক উসকে দেয়। বিশ্বকাপে অংশ না নিলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি যে ভাষা ব্যবহার করেন, সেটিকে ক্রিকেটাররা অবমাননাকর বলে মনে করছেন।

ওই মন্তব্যের পরপরই কোয়াব প্রতিবাদ জানায় এবং স্পষ্ট করে জানিয়ে দেয়—বিপিএলের ম্যাচ শুরুর আগে নাজমুল ইসলাম পদত্যাগ না করলে ক্রিকেটাররা মাঠে নামবেন না। পরিস্থিতি সামাল দিতে বুধবার গভীর রাত পর্যন্ত ক্রিকেটারদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন বিসিবির কয়েকজন পরিচালক। তবে সেই আলোচনায় কোনো সমাধান আসেনি; ক্রিকেটাররা তাদের অবস্থানে অটল থাকেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়