Apan Desh | আপন দেশ

আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ-রুপা, জেনে নিন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ০৯:২০, ১৪ জানুয়ারি ২০২৬

আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ-রুপা, জেনে নিন

ছবি : আপন দেশ

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ঘনঘন উঠা নামা করছে। তার প্রভাব পড়েছে দেশেও। ইতিমধ্যে ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছে গেছে স্বর্ণের দাম। সর্বশেষ ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বেড়েছে দাম। ফলে বুধবার (১৪ জানুয়ারি) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকায়। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ তথ্য জানিয়েছে। 

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২১ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৮‍৯ হাজার ৮৯০ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণের দাম বেড়ে ১ লাখ ৫৬ হাজার ৮৮১ টাকায় বিক্রি হবে।

আরও পড়ুন<<>>সোনার দাম সর্বকালের সর্বোচ্চ

এর আগে দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণ ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকায় বিক্রি হয়েছে।

সে হিসাবে এখন প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের ৪ হাজার ১৯৯ টাকা, ২১ ক্যারেটে ৩ হাজার ৯৬৫ টাকা, ১৮ ক্যারেটে ৩ হাজার ৪৪১ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণ ১ হাজার ৪৫৮ টাকা দাম বাড়বে।

এদিকে স্বর্ণেল দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন হয়নি। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম এখন ৫ হাজার ৫৪০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটে ৩৫০ টাকা দাম ৫ হাজার ৩০৭ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৫৪৯ টাকা ও সনাতন পদ্ধতির রুপার ভরি ৩ হাজার ৩৮৩ টাকা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়