বিসিবি ও আইসিসির লোগো
টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর শুরু হতে আর খুব বেশি দিন হাতে নেই। আগামী মাসের প্রথম সপ্তাহেই মাঠে গড়াচ্ছে কুড়ি ওভারের এ বৈশ্বিক টুর্নামেন্ট। তবে শুরুর দিন যতই এগিয়ে আসছে টাইগার সমর্থকদের মাঝে ততই বাড়ছে উদ্বেগ আর উৎকণ্ঠা। কারণ নিরাপত্তা শঙ্কায় ভারতে না খেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
এমন পরিস্থিতিতে সঙ্কট সমাধানে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে আলোচনা চলছে। এরইমধ্যে ঢাকায় এসে বিসিবির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে গেছেন তারা।
ভারতের মাটিতে না খেলার সিদ্ধান্ত আইসিসিকে জানিয়ে দেয়া হয়েছে। বিসিবির মেইলের জবাব দিয়েছে আইসিসি, এরপর ভিডিও মিটিং, সবশেষ শনিবার ঢাকায় আইসিসির প্রতিনিধিদলের সঙ্গে সভা হয়েছে। তবু বাস্তবে বাংলাদেশের বিশ্বকাপে খেলার সম্ভাবনা সে আগের জায়গাতেই। বলা যায়, শূন্যের কোঠায়।
বিসিবি এখনো আইসিসির সিদ্ধান্তের দিকে তাকিয়ে। বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো ভারতের বদলে সহআয়োজক শ্রীলংকায় খেলার জন্য অনেক ধরনের প্রস্তাবই দিয়েছে বিসিবি। কিন্তু সেগুলো খুব বেশি গুরুত্ব পাচ্ছে না আইসিসির কাছে।
আরও পড়ুন<<>>আইসিসি প্রতিনিধির সঙ্গে বৈঠকে নিজেদের অনড় অবস্থান জানালো বিসিবি
তবে একটি সূত্র জানিয়েছে, আরও একবার মেইল দিয়ে বিসিবিকে নিজেদের অবস্থান জানাতে পারে আইসিসি। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত। আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলবে না বলে অনড় অবস্থানে আছে।
এদিকে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, শেষ পর্যন্ত বাংলাদেশের দাবি পূরণ না হলে বিশ্বকাপ থেকে সরে যেতে পারে পাকিস্তানও। ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলতে অস্বীকৃতির সিদ্ধান্তে বাংলাদেশকে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছে পিসিবি।
বাংলাদেশের দাবি মানতে হলে গ্রুপিংয়ে একটি পরিবর্তন আনতে হবে। বাংলাদেশ সি-গ্রুপে এবং আয়ারল্যান্ড রয়েছে সি-গ্রুপে। আয়ারল্যান্ডের ম্যাচগুলো হবে শ্রীলংকায়।
শুধু বাংলাদেশকে সি-গ্রুপে নিয়ে গেলে এবং আয়ারল্যান্ডকে সি-গ্রুপে পাঠালেই সমস্যার সমাধান হবে। তবে আয়ারল্যান্ড গ্রুপ অদলবদলে রাজি নয়। আইরিশদের সমর্থকরা টিকিট কেটে ফেলেছেন। তাই শেষ মুহূর্তে তারা রাজি হচ্ছে না।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































