ছবি : সংগৃহীত
বাংলাদেশের ভেন্যু সংক্রান্ত ইস্যুতে পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করবে না। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি সূত্র আরব আমিরাত ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত থেকে বাংলাদেশের ম্যাচ সরানো না হলে পাকিস্তান বিশ্বকাপ খেলবে না—এরকম গুঞ্জন ভিত্তিহীন।
পিসিবির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এটি বোর্ডের অবস্থান নয়। পাকিস্তানের সরে দাঁড়ানোর কোনো যৌক্তিক কারণ নেই। কারণ শ্রীলঙ্কায় ম্যাচ খেলার বিষয়টি আগেই নিশ্চিত হয়েছে।
এর আগে পাকিস্তানের সংবাদমাধ্যম ‘জিও সুপার’ জানিয়েছিল, বাংলাদেশকে সমর্থন করে পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি স্থগিত করেছে।
আরও পড়ুন <<>> ক্রিকেট ইস্যুতে বাংলাদেশের পাশে পাকিস্তান
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ যৌক্তিক বলে পিসিবি মনে করছে। যদি আইসিসি সন্তোষজনক সমাধান দিতে ব্যর্থ হয়, পাকিস্তান টুর্নামেন্টে অংশগ্রহণ পুনর্বিবেচনা করতে পারে। এমন পরিস্থিতির জন্য বিকল্প পরিকল্পনা তৈরির নির্দেশও দেয়া হয়েছে।
তবে গালফ নিউজকে পিসিবির এক কর্মকর্তা বলেন, এ ধরনের দাবি ভিত্তিহীন। এসব কথা-বার্তা চলমান ইস্যু আরও উস্কে দেয়ার জন্য বলা হচ্ছে।
উল্লেখ্য, এর আগে আইপিএল নিলামে দল পাওয়া বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এরপর নিরাপত্তার শঙ্কায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিদ্ধান্ত নেয় টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না যাওয়া। বিষয়টি নিয়ে বিসিবি একাধিকবার আইসিসির সঙ্গে বৈঠক করেছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































