Apan Desh | আপন দেশ

‘বেহুলার বাসরঘর’-এর মতো তারেক রহমানের নিরাপত্তা চান রিজভী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:০২, ১৯ জানুয়ারি ২০২৬

‘বেহুলার বাসরঘর’-এর মতো তারেক রহমানের নিরাপত্তা চান রিজভী

ছবি: আপন দেশ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা ব্যবস্থা ‘বেহুলার বাসরঘরের’ মতো নিশ্ছিদ্র হতে হবে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর লালমাটিয়ায় জুলাই আন্দোলনে নিহত শহীদ ফিরোজ আহমেদের অসুস্থ স্ত্রী ফিরোজা আক্তারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, তারেক রহমানের নিরাপত্তা নিয়ে নানা কথা শোনা যাচ্ছে। বিএনপি এ বিষয়ে বারবার কথা বলেছে। তিনি বলেন, তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখতে হবে।

তার ভাষ্য, তারেক রহমানের নিরাপত্তা ব্যবস্থা হতে হবে ‘বেহুলার বাসরঘরের’ মতো নিশ্ছিদ্র। কিন্তু সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত তেমন কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন <<>> জনকল্যাণমূলক কাজে মনোযোগ বিএনপির: তারেক রহমান

জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, জুলাই বিপ্লবের যোদ্ধাদের আত্মত্যাগ দেশের ইতিহাসে নজিরবিহীন। তিনি জানান, বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় এলে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারকে যথাযথভাবে পুনর্বাসন করা হবে।

নির্বাচন নিয়ে মন্তব্য করতে গিয়ে রিজভী বলেন, নির্বাচন কমিশনের নিরপেক্ষতার রঙ ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে। নির্বাচনে যেন সূক্ষ্ম কারচুপির কোনো সুযোগ না থাকে, তা নিশ্চিত করা সরকার ও নির্বাচন কমিশনের প্রধান দায়িত্ব।

তিনি আরও বলেন, জনগণ যেন ভয়হীন পরিবেশে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা জনকল্যাণমূলক কাজে মনোযোগ বিএনপির: তারেক রহমান তারেক রহমানের সঙ্গে নতুন মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাচনী নিরাপত্তায় মাঠে থাকবে ডগ স্কোয়াড-ড্রোন মশিউর রহমান রাঙ্গার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ ইসি এখন পর্যন্ত যোগ্যতার সঙ্গেই দায়িত্ব পালন করছে: মির্জা ফখরুল আলিফ হত্যা মামলায় চিন্ময়সহ সব আসামির বিচার শুরুর আদেশ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ আইসিসিকে ফের চিঠি দিচ্ছে বিসিবি বিতর্কিত ফাইনালে মরক্কোর স্বপ্ন ভাঙল সেনেগাল ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ৫ হাজার উচ্চগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত ২১ জন নিহত