ছবি: আপন দেশ
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা ব্যবস্থা ‘বেহুলার বাসরঘরের’ মতো নিশ্ছিদ্র হতে হবে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর লালমাটিয়ায় জুলাই আন্দোলনে নিহত শহীদ ফিরোজ আহমেদের অসুস্থ স্ত্রী ফিরোজা আক্তারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, তারেক রহমানের নিরাপত্তা নিয়ে নানা কথা শোনা যাচ্ছে। বিএনপি এ বিষয়ে বারবার কথা বলেছে। তিনি বলেন, তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখতে হবে।
তার ভাষ্য, তারেক রহমানের নিরাপত্তা ব্যবস্থা হতে হবে ‘বেহুলার বাসরঘরের’ মতো নিশ্ছিদ্র। কিন্তু সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত তেমন কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন <<>> জনকল্যাণমূলক কাজে মনোযোগ বিএনপির: তারেক রহমান
জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, জুলাই বিপ্লবের যোদ্ধাদের আত্মত্যাগ দেশের ইতিহাসে নজিরবিহীন। তিনি জানান, বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় এলে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারকে যথাযথভাবে পুনর্বাসন করা হবে।
নির্বাচন নিয়ে মন্তব্য করতে গিয়ে রিজভী বলেন, নির্বাচন কমিশনের নিরপেক্ষতার রঙ ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে। নির্বাচনে যেন সূক্ষ্ম কারচুপির কোনো সুযোগ না থাকে, তা নিশ্চিত করা সরকার ও নির্বাচন কমিশনের প্রধান দায়িত্ব।
তিনি আরও বলেন, জনগণ যেন ভয়হীন পরিবেশে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































