ছবি : সংগৃহীত
ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ চলার মধ্যেই গাজার শান্তি ও শাসন পুনর্গঠনের জন্য প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’-এ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যোগ দেয়ার আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, পুতিন ট্রাম্পের উদ্যোগে অংশ নিতে আহবান পেয়েছেন। মস্কো ওয়াশিংটনের সঙ্গে প্রস্তাবের সব দিক নিয়ে আলোচনা করতে চায়।
পুতিন আগে এ মধ্যস্থতামূলক উদ্যোগের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, এটি দীর্ঘদিনের বৈশ্বিক সংকট সমাধানে গুরুত্বপূর্ণ।
হোয়াইট হাউস সূত্র জানায়, বোর্ডে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পুতিনের ঘনিষ্ঠ মিত্র বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
আরও পড়ুন <<>> ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ৫ হাজার
গাজায় চলমান ইসরায়েল-হামাস সংঘাতের মধ্যে এ বোর্ড যুদ্ধের অবসান ঘটাতে কাজ করবে। ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার ভিত্তিতে বোর্ড তিন স্তরের শাসন কাঠামো তৈরি করবে। যার শীর্ষে থাকবেন ট্রাম্প নিজেই। এতে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও আরব দেশগুলোর প্রতিনিধিরা অংশ নেবেন।
পুতিন গাজায় ইসরায়েলের সামরিক অভিযান কঠোরভাবে সমালোচনা করেছেন। তিনি এটিকে মানবিক বিপর্যয় উল্লেখ করেছেন এবং ফিলিস্তিনিদের সহায়তা অব্যাহত রাখছেন।
বিশ্লেষকরা বলছেন, বোর্ডের কাঠামোতে পশ্চিমা ও ইসরায়েলপন্থি ব্যক্তিদের হাতে সিদ্ধান্ত কেন্দ্রীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে ফিলিস্তিনিদের রাজনৈতিক প্রতিনিধিত্ব প্রান্তিক হয়ে যেতে পারে এবং শাসন বৈধতার প্রশ্ন উঠতে পারে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































