ছবি: আপন দেশ
আমি আত্মীয়কেন্দ্রিক বা স্বজনপ্রীতির রাজনীতি করি না। জনগণের প্রত্যাশা ও আস্থাকে সামনে রেখেই কাজ করে যেতে চাই। দল-মতের ঊর্ধ্বে উঠে ভোলার সার্বিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান আন্দালিব রহমান পার্থ।
তিনি বলেন, জনগণের মতামত ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে, যাতে সাধারণ মানুষ এর সুফল পায়।
সোমবার (১৯ জানুয়ারি) ভোলা সদর উপজেলার ৫ নম্বর বাপ্তা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এক কথা বলেন।ভোলা পৌরসভার চৌমুহনী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ সভায় দলীয় নেতাকর্মীরা উপস্থিতি ছিলেন।
আরও পড়ুন<<>>ইসির আশ্বাসে নির্বাচন ভবন এলাকা ছাড়ল ছাত্রদল
আলোচনা সভায় বক্তারা বলেন, ভোলার সার্বিক উন্নয়নে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তিনি দীর্ঘদিন ধরে ভোলার মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও উন্নয়নের এ ধারা অব্যাহত থাকবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোতাসিন বিল্লাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিজেপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম এবং ভোলা সদর উপজেলা আহবায়ক আব্দুল জলিল।
এছাড়া বক্তব্য রাখেন ভোলা সদর উপজেলা বিজেপির সাধারণ সম্পাদক আবুল বাশার বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাসেদ বাচ্চু মিয়া ও অনুপম দত্ত, যুব বিষয়ক সম্পাদক হেলাল চৌধুরী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোকাম্মেল হকসহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
সভা শেষে নবগঠিত ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানানো হয় এবং সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার আহবান জানানো হয়।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































