তারেক রহমান। ফাইল ছবি
মিছিল, মিটিং ও স্লোগানের মধ্যেই রাজনীতি সীমাবদ্ধ রাখতে চায় না বিএনপি। জনবান্ধব ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও বেশি মনোযোগ দেয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে যশোরে বিরল রোগে আক্রান্ত শিশু আফিয়ার পরিবারের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ করেন তিনি। এ সময় বিএনপির পক্ষ থেকে আফিয়া ও তার মায়ের জন্য নির্মিত নতুন ঘর হস্তান্তর করা হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, বিএনপি মানুষের উপকারের জন্য রাজনীতি করতে চায়। এক দল আরেক দলকে দোষারোপ করলে মানুষের পেট ভরে না বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন <<>> ‘আসিফ মাহমুদের দুর্নীতির বিচার বাংলাদেশের মাটিতেই হবে’
তিনি আরও বলেন, অসহায় মানুষের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড চালুর পরিকল্পনা রয়েছে বিএনপির।
ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান জানান, বিএনপি ক্ষমতায় এলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে। তারা গ্রামে গ্রামে গিয়ে মানুষের চিকিৎসাসেবা দেবে। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা হবে। বন্যা নিয়ন্ত্রণে খাল খনন কার্যক্রমও চালু করা হবে বলে জানান তিনি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































