ছবি: আপন দেশ
নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণ এবং বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাবসহ নানা অভিযোগ তুলে অবস্থান কর্মসূচি পালন করছিল ছাত্রদল। ইসির আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ইসির আশ্বাস পাওয়ার পর ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব কর্মসূচি প্রত্যাহার ঘোষণা করেন।
এরপরই ছাত্রদল নেতাকর্মীরা আগারগাঁওয়ে নির্বাচন ভবন এলাকা ছাড়েন। ফলে সড়কগুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
ছাত্রদল অভিযোগ করেছিল, ইসি বিশেষ রাজনৈতিক প্রভাবের কারণে পক্ষপাতদুষ্ট আচরণ করছে এবং শাকসু নির্বাচনের বিষয়ে বিতর্কিত ও নজিরবিহীন প্রজ্ঞাপন জারি করেছে।
আদালত সোমবার চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিত করলেও ছাত্রদল বাকি দুই বিষয় সমাধানের দাবি জানিয়ে অবস্থান চালিয়ে যাচ্ছিল। তারা না মানলে প্রধান ফটক অবরোধের হুঁশিয়ারিও দেয়।
আরও পড়ুন <<>> যেসব এলাকায় হর্ন বাজালেই শাস্তি
রাকিব বলেন, ইসির সঙ্গে বৈঠকে আমাদের তিনটি দাবির বিষয়ে তারা স্পষ্ট আশ্বাস দিয়েছে। আমরা তাদের প্রতি বিশ্বাস রাখতে চাই।
তিনি জানান, ইসি পোস্টাল ব্যালটের বিষয়টি গ্রহণ করেছে এবং দেশের বাইরে যাওয়া ভোটের জন্য নতুন ব্যালট ছাপানো হবে।
তিনি আরও বলেন, ইসি কোনো প্রভাব বা প্রতিপত্তি ছাড়া সিদ্ধান্ত গ্রহণ করবে। তারা আমাদের আশ্বস্ত করেছে, আর কখনো রাজনৈতিক প্রভাবের কারণে কোনো সিদ্ধান্ত নেয়া হবে না।
ছাত্রদল সভাপতির ভাষ্য, আমরা আশ্বস্ত হতে চাই। আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে হবে কি না, তা তাদের সিদ্ধান্ত জানিয়ে দেয়।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































