ছবি: আপন দেশ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশের তিনটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বগুড়া-১ ও বগুড়া-৬-এর পাশাপাশি রাজধানীর কূটনৈতিকপাড়া ও অভিজাত এলাকা খ্যাত গুলশান–বনানী অধ্যুষিত ঢাকা-১৭ আসনে তার প্রার্থিতা ঘিরে রাজনৈতিক অঙ্গনে বাড়তি নজর তৈরি হয়েছে।
এ আসনে নির্বাচন পরিচালনা জোরদার করতে একাধিক কমিটি গঠন করেছেন তারেক রহমান। এর মধ্যে অন্যতম হলো মিডিয়া কমিটি। সম্প্রতি গঠিত এ মিডিয়া কমিটির আহবায়ক করা হয়েছে প্রবীণ সাংবাদিক মোস্তফা কামাল মজুমদারকে এবং সদস্য সচিব নিযুক্ত হয়েছেন জাহিদুল ইসলাম রনী। ৫৯ সদস্যের এ ডায়াস কমিটিতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অন্তর্ভুক্ত রয়েছেন।
কমিটির সদস্যরা ঢাকা-১৭ আসনের নির্বাচনী কার্যক্রম সংক্রান্ত খবরাখবর প্রচার ও প্রকাশের পাশাপাশি গণমাধ্যম ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ দেবেন তারেক রহমানের নির্বাচন পরিচালনা কমিটিকে। ওই পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন আব্দুস সালাম। ডান, বাম ও মধ্যপন্থি—বিভিন্ন মতাদর্শের সাংবাদিকদের সমন্বয়ে এ মিডিয়া কমিটি গঠিত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
তবে কমিটি গঠনের শুরুতেই অভ্যন্তরীণ আস্থার সংকটের ইঙ্গিত মিলেছে। দুদিন আগে অনুষ্ঠিত এক সভায় জনৈক সদস্য পরস্পরের প্রতি আত্মবিশ্বাসের ঘাটতি ও তথ্য পাচারের বিষয়টি উত্থাপন করেন। বিএনপি প্রধানের নির্বাচনী কাজের জন্য গঠিত কিছু কমিটিতে প্রধান প্রতিদ্বন্দ্বি জামায়াত সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুপ্রবেশ ঘটেছে বলেও ইঙ্গিত করেন ওই সদস্য। এসব বক্তব্যে সভাকক্ষে কিছুটা মৃদ কানাঘোষাও ছড়িয়ে পড়ে বলে একাধিক সূত্র জানিয়েছে।

সব মিলিয়ে ৫৯ সাংবাদিক নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনের বিএনপির মিডিয়া কমিটি নির্বাচনী প্রচারণায় সক্রিয় ভূমিকা পালনের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করলেও, আস্থার প্রশ্নে শুরুতেই যে ফাটলের ইঙ্গিত মিলেছে, তা কতটা দ্রুত সামাল দেয়া যায়—সেদিকেই এখন দলের দায়িত্বপ্রাপ্তদের নজর।
পাঁচ ডজন সাংবাদিক নিয়ে গঠিত টিমে অন্যান্যদের মধ্যে রয়েছেন- মাহমুদুল হাসান (এনটিভি অনলাইন), ইমরুল হাসান জনি (এনটিভি), উমর ফারুক (যায়যায়দিন), হাসান মোল্লা (বাংলাদেশ বুলেটিন), হাসান শিপলু (৭১ টিভি), মঈন উদ্দিন খান (নয়া দিগন্ত), আব্দুর রহমান জাহাঙ্গীর (ইউএনবি), খোন্দকার কাওসার (সাবেক ভোরের কাগজ), রাশেদুল হক (বাংলাবাজার পত্রিকা), মোস্তাফিজ বিপ্লব (বাংলাবাজার পত্রিকা), শফিকুল ইসলাম শফিক শাফি (দেশ রূপান্তর), আতিকুর রহমান রুমন (দিনকাল), এরফানুল হক নাহিদ (নবযুগ), রফিকুল ইসলাম আজাদ (সাবেক ডেইলি ইন্ডিপেনডেন্ট), শরিফু ইসলাম (জনকণ্ঠ), মোশাররফ বাবলু (টাইমস অব বাংলাদেশ), বাছির জামাল (আমার দেশ), মইনুল আহমান (এটিএন বাংলা), ডা. ফরহাদ হালিম ডোনার (জিয়াউর রহমান ফাউন্ডেশন), রাজ কুমার নন্দি-(কালবেলা), শফিউল আলম দোলন (বাংলাদেশ প্রতিদিন), গাউসুল আজম বিপু (জিটিভি), নজরুল ইসলাম (আমাদের সময়), শাহনেওয়াজ বাবুল (চ্যানেল-২৪), মাহমুদুল হাসান (গ্রীনটিভি), মোরসালিন নোমানী (বাসস), রোমানা (বাসস), কামরুল হাসান (সমকাল), তরিকুল ইসলাম (যুগান্তর), জাহানারা পারভীন (ইন্ডিপেনডেন্ট টিভি), আহমেদ সালেহীন (সময় টিভি), আল আমিন- (ডেইলি সান), কামরুল হাসান দর্পন (ইনকিলাব), কাজী সুমন (মানবজমিন), মারুফা রহমান (নিউজ২৪) মেহেদী আজাদ মাসুম (বৈশাখী টিভি), আক্তারুজ্জামান রকি (চ্যানেল-৯), ইউসুফ আলী (মাইটিভি), বিশাল (আরটিভি) সজিব (দিনকাল), লাবনী সিদ্দিক (দিনকাল), মাহফুজ কবির মুক্তা, আবুল আহাদ, এনামুল হক বাবুল, জয়ন খান, কালাম ফয়েজী, আবুল কাশেম প্রমুখ।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































