Apan Desh | আপন দেশ

আলিফ হত্যা মামলা: চিন্ময়সহ সব আসামির বিচার শুরুর আদেশ

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১১:৫৬, ১৯ জানুয়ারি ২০২৬

আপডেট: ১১:৫৭, ১৯ জানুয়ারি ২০২৬

আলিফ হত্যা মামলা: চিন্ময়সহ সব আসামির বিচার শুরুর আদেশ

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ও আসামি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী : ফাইল ছবি

চট্টগ্রামে আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ২৩ আসামির বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৯ জানুয়ারি) চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনাল ও বিশেষ দায়রা জজ মো. জাহিদুল হকের আদালত এ আদেশ দেন।

এদিন সকাল পৌনে ৯টার দিকে কড়া নিরাপত্তায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ বাকি আসামিদের আদালতে হাজির করা হয়। 

এর আগে পুরো আদালপাড়ায় সেনাবাহিনী, পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো নিরাপত্তা চাদরে ঢেকে ফেলে। সকাল সাড়ে ৮টায় আদালত ভবনের মূল প্রবেশ পথে পুলিশ সদস্যদের ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এসময় আইনজীবী, আদালতের কর্মকর্তা কর্মচারী, সংবাদমাধ্যমকর্মীসহ সবাইকে পরিচয়পত্র দেখিয়ে আদালত এলাকায় প্রবেশ করতে হচ্ছে। এর পনের মিনিট পর সেনাবাহিনীর টহল দলের সদস্যরা আদালত ভবন এলাকায় এসে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয়।

আরও পড়ুন<<>>শেখ হাসিনা-টিউলিপসহ ১৮ জনের মামলার রায় ২ ফেব্রুয়ারি

এ মামলার অভিযোগপত্রে নাম থাকা ৩৯ জন আসামির মধ্যে ১৬ জন এখনও পলাতক আছেন।

আলোচিত হত্যা মামলাটি গত ৭ জানুয়ারি বিচারের জন্য চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠান মহানগর দায়রা জজ।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৪ সালের ২৬ নভেম্বর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই সময় সংঘর্ষের একপর্যায়ে প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়