ছবি : আসিফ মাহমুদ ও নাছির উদ্দিন নাছির
সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। একই সঙ্গে তিনি আসিফ মাহমুদের বিচারের দাবি জানিয়েছেন।
সোমবার (১৯ জানুয়ারি) জাতীয় নির্বাচন কমিশনের (ইসি) সামনে আয়োজিত ছাত্রদলের অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
নাছির উদ্দিন নাছির বলেন, আসিফ মাহমুদের দুর্নীতির বিষয়ে তদন্ত হবে। দুদকের মাধ্যমেই এ তদন্ত করা হবে। তার ভাষ্য, এ দুর্নীতির বিচার বাংলাদেশের মাটিতেই হবে। আসিফ মাহমুদের হাজার হাজার কোটি টাকার দুর্নীতির বিষয়টি বাংলাদেশে ওপেন সিক্রেট।
আসিফ মাহমুদকে উদ্দেশ্য করে নাছির বলেন, জুলাই-আগস্টে তিনি ভূমিকা রেখেছেন এবং নেতৃত্ব দিয়েছেন। তবে জুলাই-আগস্ট পরবর্তী সময়ে উপদেষ্টা হয়ে তিনি হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন। বিষয়টি বাংলাদেশের মানুষ জানে।
নির্বাচন কমিশনকে প্রশ্ন করে তিনি বলেন, যে নতুন বাংলাদেশের স্বপ্ন তারা দেখছেন, সেখানে জামায়াত-শিবির-রাজাকারকে ক্ষমতায় আনার কোনো চেষ্টা মেনে নেয়া হবে না।
আগামী নির্বাচন প্রসঙ্গে নাছির উদ্দিন নাছির বলেন, ১২ ফেব্রুয়ারির যে নির্বাচন হওয়ার কথা রয়েছে, তা নিয়ে দুটি রাজনৈতিক দল ইতোমধ্যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
তিনি আরও বলেন, জুলাই-আগস্টে নেতৃত্বদানকারী একটি ছাত্র সংগঠনের প্রতিনিধি উপদেষ্টা হয়ে হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন।
তিনটি ইস্যুতে আন্দোলনের কথা জানায় ছাত্রদল।
প্রথমত, পোস্টাল ব্যালট–সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ তাদের। এতে নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় তৈরি হয়েছে বলে দাবি করা হয়।
আরও পড়ুন <<<>>> শহীদ ফিরোজের স্ত্রীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান
দ্বিতীয়ত, বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে নির্বাচন কমিশন দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত নিচ্ছে বলে অভিযোগ করে ছাত্রদল। এতে কমিশনের স্বাধীনতা ও পেশাদারত্ব প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে তারা মনে করে।
তৃতীয়ত, বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশন নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে বলে অভিযোগ করা হয়। ছাত্রদলের দাবি, এটি বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































