ছবি : আপন দেশ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী হত্যার দ্রুত বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় ব্লকেড করেছে ঢাবি শাখা ইনকিলাব মঞ্চ।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে চারপাশের রাস্তা ব্লকেড করে সংগঠনটির নেতাকর্মীরা।
এ প্রতিবেদন লেখার সময় সেখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছিল ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।
এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে বাদ জুমা বিক্ষোভ কর্মসূচির কথা জানানো হয়েছিল। ওই পোস্টে শহীদ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা ও খুনিদের বিচারের দাবিতে দেশব্যাপী দোয়া মোনাজাত ও বিক্ষোভ মিছিলের আহবান জানিয়েছিল সংগঠনটি।
আরও পড়ুন<<>>সংঘবদ্ধ রিপোর্টে আসিফের ফেসবুক পেজ রিমুভ
মামলার তদন্ত-সংশ্লিষ্টরা হাদিকে গুলিবর্ষনকারী হিসেবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে শনাক্ত করে। ওই আসামি ভারতে পালিয়ে গেছেন বলে আলোচনা রয়েছে।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী মাথায় গুলিবিদ্ধ হন। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য সরকারের উদ্যোগে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর মারা যান হাদী।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































