Apan Desh | আপন দেশ

সংঘবদ্ধ রিপোর্টে আসিফের ফেসবুক পেজ রিমুভ 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২০, ২৬ ডিসেম্বর ২০২৫

সংঘবদ্ধ রিপোর্টে আসিফের ফেসবুক পেজ রিমুভ 

ছবি : আপন দেশ

অন্তবর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অফিশিয়াল ফেসবুক পেজটি রিমুভ করে দেয়া হয়েছে। ৩ মিলিয়ন ফলোয়ার সমৃদ্ধ এ পেজটি পরিকল্পিতভাবে রিপোর্ট ও কপিরাইট স্ট্রাইক দিয়ে সরিয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন এ জুলাইযোদ্ধা।

শুক্রবার (২৬ ডিসেম্বর) আসিফ মাহমুদ তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন। পোস্টে তিনি উল্লেখ করেন, ওসমান হাদি ভাই সংশ্লিষ্ট সকল পোস্ট, ভিডিওতে স্ট্রাইক এবং সংঘবদ্ধ রিপোর্ট করে আমার ৩ মিলিয়ন ফলোয়ার সমৃদ্ধ অফিশিয়াল পেজটি (৩০ লক্ষাধিক ফলোয়ার) রিমুভ করে দেয়া হয়েছে।

সাবেক এ উপদেষ্টা আরও অভিযোগ করেন, বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে লিংক শেয়ার করে তার পেজটির বিরুদ্ধে সংঘবদ্ধভাবে রিপোর্ট করা হয়েছে। বিশেষ করে ওসমান হাদিকে নিয়ে দেয়া তিনটি ভিডিওতেই কপিরাইট স্ট্রাইক দেয়া হয়েছে বলে তিনি জানান।

আরও পড়ুন<<>>৩০০ ফিটে বর্জ্য অপসারণ করছেন বিএনপির নেতাকর্মীরা

উল্লেখ্য, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ছাত্র-জনতার অভ্যুত্থানে অন্যতম সমন্বয়ক ছিলেন এবং পরে অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

ওসমান হাদিকে নিয়ে দেয়া পোস্ট, ছবি ও ভিডিওতে অব্যাহত রিপোর্ট ও স্ট্রাইকের কারণে অনেকের আইডি ও পেজে সমস্যা হওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। প্র্রধান উপদেষ্টার পেজে হাদি সংশ্লিষ্ট সব ভিডিও সংঘবদ্ধ রিপোর্ট ও কপিরাইট ক্লেইম করে নামিয়ে দেয়া হয়েছে। জুলাই আন্দোলনের অন্যতম মুখ হাসনাত আব্দুল্লাহসহ অনেকের আইডি ও পেজে সমস্যা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ফেসবুকে একজন লিখেছেন, তার প্রোফাইল থেকেও হাদি সম্পর্কিত একাধিক ভিডিও রিমুভ করা হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়