Apan Desh | আপন দেশ

ধানের শীষের বিজয় না হলে দেশ হুমকির মুখে পড়বে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৮:৪৬, ১১ ডিসেম্বর ২০২৫

ধানের শীষের বিজয় না হলে দেশ হুমকির মুখে পড়বে: তারেক রহমান

তারেক রহমান।

আসন্ন নির্বাচনে যদি জনগণের রায় নিশ্চিত করা না যায়, তবে দেশের অস্তিত্ব চরম বিপন্ন হবে। তাই দলীয় কর্মীদের জনগণকে আস্থায় নিয়ে ভোটের মাধ্যমে জনরায় নিশ্চিত করতে হবে। এ নির্বাচন মোটেও সহজ হবে না।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, ব্যক্তিকে নয়, ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, বিএনপি নেতাকর্মীরা নির্বাচন নিয়ে সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব ও গণতন্ত্র হুমকির মুখে পড়বে। বিএনপি নির্বাচিত হলে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করারও ঘোষণা দেন তিনি।

আরও পড়ুন>>>কাল থেকে সারাদেশে মাঠে নামছে নির্বাহী ম্যাজিস্ট্রেট

আগামী নির্বাচন সামনে রেখে বিএনপির সপ্তাহব্যাপী 'দেশ গড়ার পরিকল্পনা' শীর্ষক কর্মশালার পঞ্চম দিন বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনে অনুষ্ঠিত হয়। এ কর্মশালায় সারাদেশ থেকে আগত বিএনপির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা অংশ নেন এবং লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান তাঁদের দিকনির্দেশনা দেন।

তিনি নেতাকর্মীদের আহবান জানান, বিএনপির দেশ গড়ার পরিকল্পনা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এবারের নির্বাচন কঠিন হবে উল্লেখ করে তিনি বলেন, ধানের শীষের বিজয় না হলে দেশ হুমকির মুখে পড়বে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার দেশকে 'যুদ্ধবিধ্বস্ত অবস্থায়' রেখে গেছে। সেখান থেকে দেশকে এগিয়ে নিতে বাস্তবতার নিরিখে পরিকল্পনা গ্রহণ করেছে বিএনপি। তিনি দল থেকে যাকে প্রার্থী করা হয়েছে, তাঁর পক্ষে সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করতে নেতাকর্মীদের আহ্বান জানান।

তারেক রহমান অভিযোগ করেন, কোনো কোনো দল নির্বাচনে জয়ী হতে মিথ্যা কথা বলে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে। সে পথে না হেঁটে জনগণকে সঠিক তথ্য তুলে ধরার জন্য তিনি নেতাকর্মীদের তাগিদ দেন।

বিএনপি ক্ষমতায় এলে দেশে সব মানুষের অধিকার প্রতিষ্ঠা করার অঙ্গীকারও করেন তারেক রহমান।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়