ছবি: আপন দেশ
বাংলাদেশে নির্বাচন ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফেরাতে প্রচার-প্রচারণার দিকে গুরুত্ব দেয়ার আহবান জানিয়েছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি আয়োরকর বচওয়েক।
রোববার (২৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ে বৈঠকে বসেন। বৈঠক শেষে এসব কথা বলেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
ইসি সচিব জানান, কমনওয়েলথ মহাসচিব বলেছেন, ট্রাস্ট ইন ইলেকশন সিস্টেম ইজ ভেরি ইম্পরট্যান্ট (নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা খুবই গুরুত্বপূর্ণ)। এটার জন্য প্রচার প্রচারণাটা খুব জরুরি। আমরাও বলেছি যে হ্যাঁ, আমাদের দিক থেকে প্রচার প্রচারণা আছে এবং রাজনৈতিক দলগুলো এ ব্যাপারে আমাদের সহযোগিতা করবেন বলে আমরা বিশ্বাস করি।
আরও পড়ুন<<>>‘নির্বাচনে ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী’
আখতার আহমেদ বলেন, কমনওয়েলথের মহাসচিব শার্লি আয়োরকর বচওয়েক প্রধান নির্বাচন কমিশনার স্যারের সঙ্গে দেখা করেছেন। উনি আমাদের প্রস্তুতি, অগ্রগতি এবং বিষয়গুলো সম্পর্কে জানতে চেয়েছেন। সেগুলো সম্পর্কে তাদের ধারণা দেয়া হয়েছে।
ইসি সচিব বলেন, আমাদেরকে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, ফেক নিউজ নিয়ে তাদের অভিজ্ঞতা শেয়ার করে এ সমস্ত ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন কমনওয়েলথ মহাসচিব। আমরা বলেছি আমাদের প্রস্তুতি আছে। আমরা প্রতিনিয়ত গণমাধ্যমের মাধ্যমে তথ্য সবাইকে জানাচ্ছি। পর্যায়ক্রমে আমরা এটাকে স্কেল আপ করব—সেটাও জানিয়েছি।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































