
ছবি: আপন দেশ
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে পুরান ঢাকার বাংলাবাজার সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপের প্রস্তুতি পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
আইজিপি বলেন, পূজার প্রস্তুতি চলাকালীন সময়ে কিছু ছোটখাটো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। আমরা এমন খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। পরাজিত আওয়ামী লীগের কর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, এমন আশঙ্কা মাথায় রেখেই পুলিশ কাজ করছে।
আইজিপি জানান, পরাজিত ফ্যাসিস্ট শক্তি তাদের ক্ষমতা দেখাতে চেয়েছিল। আমরা আইনের অধীনে থেকে তাদের মোকাবিলা করার চেষ্টা করেছি। দুর্গাপূজার সময় কেউ যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সেজন্য গোয়েন্দা সংস্থাগুলো সক্রিয় রয়েছে।
আরও পড়ুন>>>‘পিআর পদ্ধতি সংবিধানে নেই, আইন বদলানো আমাদের পক্ষে সম্ভব নয়’
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পূজামণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা ও স্বেচ্ছাসেবক দল নিয়োগের ওপর জোর দেয়া হয়েছে। পাশাপাশি, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন কোনো ধরনের গুজব বা উস্কানিমূলক তথ্য ছড়ানো না হয়, সেদিকেও নজর রাখা হচ্ছে। প্রতিটি মণ্ডপে নিয়মিত টহল ও প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।
আইজিপি বাহারুল আলম সব ধর্মীয় সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়ে বলেন, সবাই যেন শান্তিপূর্ণভাবে তাদের উৎসব পালন করতে পারে। পুলিশ সব সময় জনগণের পাশে আছে। যেকোনো প্রয়োজনে দ্রুত ৯৯৯-এ কল করার অনুরোধ জানান তিনি।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।