
ছবি সংগৃহীত
অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে বাংলাদেশের এক সিনিয়র পুলিশ কর্মকর্তাকে আটকের দাবি করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় উত্তর ২৪ পরগনা জেলার হাকিমপুর সীমান্ত ফাঁড়ির কাছে তাকে আটক করা হয়েছে বলে জানানো হয়েছে। তবে আটক ওই পুলিশ কর্মকর্তার পরিচয় প্রকাশ করেনি বিএসএফ।
বিএসএফের কর্মকর্তারা জানান, শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে নিয়মিত টহলের সময় ওই ব্যক্তিকে সীমান্ত অতিক্রম করতে দেখা যায়। সন্দেহজনক আচরণের কারণে তাঁকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি বাংলাদেশ পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। উদ্ধার হওয়া কাগজপত্রে তার পরিচয় নিশ্চিত হলেও তদন্তের স্বার্থে নাম প্রকাশ করা হয়নি। পরে তাকে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ভারতীয় কর্তৃপক্ষের ভাষ্য, এ ধরনের ঘটনা প্রায় নজিরবিহীন। দায়িত্বে থাকা কোনো বাংলাদেশি পুলিশ কর্মকর্তাকে আগে কখনো এভাবে ভারতীয় ভূখণ্ডে ঢুকতে গিয়ে ধরা পড়তে হয়নি।
আরও পড়ুন <<>>বাংলাদেশি ১২ জেলেকে ধরে নিয়ে গেল ‘আরাকান আর্মি’
ভারত–বাংলাদেশ সীমান্ত বিশ্বের দীর্ঘতম আন্তর্জাতিক সীমান্তগুলোর একটি, যার দৈর্ঘ্য প্রায় ৪ হাজার ৯৬ কিলোমিটার। এর মধ্যে শুধু পশ্চিমবঙ্গেই রয়েছে প্রায় ২ হাজার ২১৭ কিলোমিটার। ভৌগোলিক বৈশিষ্ট্য, নদীসংলগ্ন এলাকা, ঘনবসতি ও শহরের কাছাকাছি অবস্থানের কারণে উত্তর ২৪ পরগনা সবসময় অনুপ্রবেশ, চোরাচালান ও মানবপাচারের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত।
বিএসএফ দীর্ঘদিন ধরেই মাদক ও গরু পাচার, জাল মুদ্রা চোরাচালান ও অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নজরদারি জোরদার করেছে। নজরদারির মান বাড়াতে বেড়া নির্মাণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহারও চলছে।
তবে আটক বাংলাদেশি কর্মকর্তার উদ্দেশ্য নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে। তিনি এককভাবে সীমান্ত পার হতে চেয়েছিলেন, নাকি কোনো চক্রের সঙ্গে যুক্ত ছিলেন—তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা বলছেন, বিষয়টি গভীরভাবে অনুসন্ধান করা হচ্ছে।
এক ভারতীয় কর্মকর্তা মন্তব্য করেন, এ ঘটনা সীমান্তে সর্বক্ষণ সতর্ক থাকার প্রয়োজনীয়তা আরও একবার সামনে এনেছে।
তিনি আরও জানান, পশ্চিমবঙ্গ পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় বাড়ানো হয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।