কৃষিবিদ ইনস্টিটিশনের প্রশাসকের অপসারণ-একতরফা তফসিল বাতিলের দাবি
কৃষিবিদদের জাতীয় সংগঠন কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এ বিক্ষোভ করেছেন কৃষিবিদরা। তাদের দাবি, কেআইবির প্রশাসক আব্দুর রব খানের অপসারণ, একতরফাভাবে গঠিত নির্বাচন কমিশন ও ঘোষিত তফসিল বাতিল করতে হবে।
সোমবার (২০ অক্টোবর) রাজধানীর খামারবাড়ি সড়কে অবস্থিত কেআইবি কমপ্লেক্সের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে একটি বিক্ষোভ মিছিল খামারবাড়ি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তারা প্রশাসকের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে বলেন, বর্তমান প্রশাসক দায়িত্ব পাওয়ার পর থেকেই নানা অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির আশ্রয় নিচ্ছেন। তিনি নিজের পছন্দের লোকদের অনিয়মভাবে নিয়োগ দিয়েছেন। যা কেআইবির বিধি-বিধানের পরিপন্থি। বক্তারা কেআইবির স্বার্থে তার অপসারণ দাবি করেন।
০৮:৩৪ পিএম, ২০ অক্টোবর ২০২৫ সোমবার