শেখ হাসিনা। ফাইল ছবি
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১৭ আসামির বিরুদ্ধে দুটি পৃথক মামলায় অভিযোগ গঠনের জন্য তারিখ নির্ধারণ করেছে। মামলাগুলো হলো—'আয়না ঘর' বা জেআইসি সেলে গুমের ঘটনা ও 'টিএফআই সেলে' গুম ও নির্যাতনের ঘটনা। আগামী ২১ ডিসেম্বর অভিযোগ গঠনের দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন- বিচারপতি শফিউল আলম মাহমুদ, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।
টিএফআই সেলের মামলায় আসামিপক্ষের আইনজীবীরা তাদের বক্তব্য তুলে ধরে আসামিদের অভিযোগ থেকে অব্যাহতির আরজি জানান। পরে তাদের আবেদন খারিজ করে দেয় ট্রাইব্যুনাল।
এদিকে জেআইসি সেল বা আয়নাঘরে গুমের মালমায় অভিযোগ গঠনের জন্য আজ রোববার ধার্য দিন ছিল। আদালত তারিখ পরিবর্তন করে ১৮ ডিসেম্বর নির্ধারণ করেছে।
অপরদিকে জেআইসি সেল বা আয়নাঘরে গুমের মালমায় অভিযোগ গঠনের জন্য আজ ধার্য দিন ছিল। আদালত তারিখ পরিবর্তন করে ১৮ ডিসেম্বর নির্ধারণ করে।
এ জেআইসি বা আয়নাঘরে গুমের মামলায় মোট ১৩ জন আসামির মধ্যে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) সাবেক তিনজন পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী গ্রেফতার রয়েছেন।
এছাড়া পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক ও ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. আকবর হোসেন, মেজর জেনারেল (অব.) মো. সাইফুল আবেদিন, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. সাইফুল আলম, লেফটেন্যান্ট জেনারেল (অব.) আহমেদ তাবরেজ শামস চৌধুরী ও মেজর জেনারেল (অব.) হামিদুল হক; ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ তৌহিদুল উল ইসলাম, মেজর জেনারেল কবীর আহাম্মদ ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) মখছুরুল হক পলাতক রয়েছেন।
টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম করে রাখার ঘটনায় করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আসামি ১৭ জন। হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকসহ সাতজন পলাতক রয়েছেন। গ্রেপ্তার রয়েছেন ১০ জন। তারা হলেন-ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, তোফায়েল মোস্তফা সারোয়ার, মো. কামরুল হাসান, মো. মাহাবুব আলম এবং কেএম আজাদ; কর্নেল আবদুল্লাহ আল মোমেন ও আনোয়ার লতিফ খান (অবসর প্রস্তুতিমূলক ছুটিতে); লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, সাইফুল ইসলাম সুমন ও মো. সারওয়ার বিন কাশেম।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































