
ছবি: আপন দেশ
সাবেক উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) এ কে এম নাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম তার গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত দুইটার দিকে রাজধানীর ইস্কাটনে নিজ বাসভবন থেকে নাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেয়া হয়।
আরও পড়ুন<<>>খালেদা জিয়াকে সাজা দেয়া বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ
মহানগর ডিবির এক উচ্চপদস্থ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ কে এম নাহিদুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। সেটির পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গত রাতে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে তদন্ত-সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
সূত্র বলছে, নাহিদুল ইসলাম এক সময় মেহেরপুরের পুলিশ সুপার ছিলেন। ওই সময় জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মরহুম ছমির উদ্দিনের জ্যেষ্ঠ পুত্র ও জামায়াত নেতা তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম নিহত হন। আলোচিত সে হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত করা হয় তৎকালীন পুলিশ সুপার নাহিদুল ইসলামকে।
এদিকে, গত ২৮ জুলাই ডিআইজি নাহিদুল ইসলামসহ চারজনকে বাধ্যতামূলক অবসর দেয় সরকার। নাহিদুল ইসলাম বিসিএস পুলিশ ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।